বিনোদন ডেস্ক : টিভি নাটকের জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নতুন বছরের প্রথম দিন দর্শকদের সামনে অন্যরূপে আসছেন তিনি। দর্শকের জন্য এটি একটি বিশেষ চমক।
লাইভ টেকের ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ হচ্ছে তার অভিনীত ‘মরীচিকা’ শিরোনামের একটি নাটক। এতে মেহজাবিনকে দেখা যাবে একেবারেই নেতিবাচক চরিত্রে। এ ধরনের চরিত্রে এর আগে কখনও অভিনয় করেননি তিনি।
কাজল আরেফিন অমির নির্মাণে নাটকটিতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সঙ্গে।
নাটকটি নিয়ে মেহাজবিন বলেন, ‘নতুন বছর নতুন কিছু দিয়ে শুরু করলাম। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু দর্শকদের দেয়ার জন্য। তারই ধারাবাহিকতায় এ নাটকটি করা। এ নাটকে দর্শক চেনা মেহজাবিনকে পাবে না। নাটকে গল্পের শেষটা সবার মনে ভিন্নরকম প্রতিক্রিয়া সৃষ্টি করবে।’
নতুন বছরের পরিকল্পনা নিয়ে অভিনেত্রী বলেন, ‘গেল বছরটি খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। ব্যস্ত থাকার কারণে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারিনি। তাই সিদ্ধান্ত নিয়েছি, নতুন বছরে কাজের পরিমাণ কম হবে। পরিবারকে সময় দিতে চাই। পরিবারের সবাইকে নিয়ে দেশ-বিদেশ ঘুরতে চাই। পাশাপাশি নিজেকেও সময় দেয়া দরকার। কাজের জন্য ব্যক্তিজীবনের কথাও ভাবতে পারছি না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।