বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সামাজিক মাধ্যম টুইটারে বর্তমানে ২৮০ ক্যারেক্টারের চেয়ে বড় টুইট করা যায় না। এবার এই নীতিতেই পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। খবর এনডিটিভির।
ফেব্রুয়ারির গোড়া থেকেই বড়সড় টুইট করা যাবে। শুধু তা-ই নয়, টুইটারের নীতি পরিবর্তন করতে এ ধরনের বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্যও জুড়বেন ইলন মাস্ক। রোববার টুইট করে তা-ই জানিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির এই সিইও।
টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর গত নভেম্বরে মাস্ক জানিয়েছিলেন, নতুন বছরের গোড়া থেকেই এতে ‘নেভিগেশনের’ সুবিধা পাওয়া যাবে। যার মাধ্যমে নতুন টুইট, কোন বিষয়টি সেই সময় ‘ট্রেন্ডিং, এসব খুঁজে পাওয়া যাবে। এবার টুইটারের বহু প্রতীক্ষিত ‘ইউজার ইন্টারফেস’ (ইউআই)-এ বদল আনতে চান মাস্ক।
টুইটবার্তায় মাস্ক আরও লিখেছেন, ‘এক সপ্তাহ পরে টুইটে বুকমার্ক বাটনও দেখা যাবে।
খসে পড়ছে আড়াই হাজার কিলোর স্যাটেলাইট, নেমে আসবে পৃথিবীর দিকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।