বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আইটেম সং ঘুরছে। ‘প্রেমের দোকানদার’ শিরোনামে এই গানে নেচে মাত করেছেন দর্শকদের তিনি। ইতোমধ্যেই গানটি নিয়ে টিকটক, রিলস ও শর্ট ভিডিও করে প্রকাশ করছেন অনেকেই। গানের দৃশ্যে পূজাকে দেখা গেছে একেবারেই ভিন্ন লুকে। এর আগে গানে গানে এমন উষ্ণতার পারদ ছড়াতে দেখা যায়নি এই নায়িকাকে। গানটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা কনা। এই কাজের মাধ্যমে নতুন চমকের জানান দিয়েছেন পূজা।
অথচ কিছু দিন আগেও কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচিত ছিলেন পূজা চেরি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল এই নায়িকার রাজনৈতিক সম্পৃক্ততার খবরও। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন তিনি। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এ বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে এই নায়িকা লিখেছিলেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এটি ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’
তিনি আরও লিখেছেন, ‘এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যে রিউমার জাতি-বর্ণ-ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে। আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।’
তবে পূজা চেরি এসব সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেকে আলোচনায় নিয়ে এসেছেন কাজের মাধ্যমে। নতুনভাবে ফিরছেন নতুন বছরে। পূজা অভিনীত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। নতুন বছরের আগামী ২ জানুয়ারি এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। গত ১০ ডিসেম্বর সিরিজটির ফার্স্ট লুক পোস্টার এবং ট্রেলার প্রকাশ করেছেন এর নির্মাতা রায়হান রাফি এবং প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ। এই ওয়েব সিরিজে এক রহস্যময়ী পূজার দেখা যাবে।
এতে আরও অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়ক রুবেল। এটিই রুবেল অভিনীত প্রথম কোনো ওয়েব সিরিজ। আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, সুব্রত, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ। গতকাল রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই ওয়েব সিরিজটির প্রিমিয়ার।
ক্যারিয়ারের শুরুর দিকে নির্মাতা রাফির সঙ্গে পূজা চেরি দুটি সিনেমায় অভিনয় করেন। এই কাজটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও রাফির সঙ্গে কাজ করলেন পূজা।
উল্লেখ্য, পূজা চেরির সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লিপস্টিক’। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন আদর আজাদ। এ ছাড়া একটি প্রসাধনী কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি। ২০১২ সালের ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূরজাহান’ ছবির মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয় তার। তবে সেটি ছিল যৌথ প্রযোজনার সিনেমা। পূজা দেশের সিনেমায় একক নায়িকা হিসেবে অভিষিক্ত হন রায়হান রাফির ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।