নেট–দুনিয়ায় বিখ্যাত হয়ে ওঠা জলহস্তী মু ডেং থেকে শুরু করে পেস্টো দ্য পেঙ্গুইনকে নিয়ে এ বছর ছিল মিমস আর ফানি ভিডিওর ছড়াছড়ি। আবার এই জীবজন্তুদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিল অগণিত ফ্যানপেজ, যেগুলো তাদের দৈনন্দিন কার্যক্রমের ভিডিওতে ভরপুর। চলুন, একনজরে দেখে আসা যাক ২০২৪ সালে নেট–দুনিয়ায় ভাইরাল হওয়া আদুরে প্রাণীকে।
‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার মেসি
‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার বর্ডার কলি জাতের কুকুর মেসি অনবদ্য পারফরম্যান্স দিয়ে ২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবে পাম ডগ অ্যাওয়ার্ড অর্জন করে নেয়। সম্প্রতি মেসির ভাইরাল এক ফানি ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে মেসি হাততালি দিচ্ছে সামনের দুই পা দিয়ে। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং এটি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফানি ভিডি ও মিমস বানানোর হিড়িক পড়ে যায়।
বেনজামিন বাটন
টেলর সুইফটের বিড়াল বেনজামিন বাটন ২০২৪ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী। ২০২৪ সালে টাইমস সাময়িকীতে বিড়ালটি পারসন অব দ্য ইয়ার টেলরের সঙ্গে প্রচ্ছদে জায়গা করে নেয়। এটি ছিল বিড়ালটির জন্য একটি বিশেষ মুহূর্ত। বাটন এর আগে রাজনৈতিক আকর্ষণের কেন্দ্রেও ছিল। মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের হয়ে টেলর সুইফটের ইনস্টাগ্রাম প্রচারণায়ও উঠে আসে বিড়ালটি।
আভা দ্য টাইগার
থাইল্যান্ডের চিয়াং মাই নাইট সাফারিতে জন্ম নেওয়া গোল্ডেন টেবি টাইগার আভা ২০২৪ সালে অন্তর্জালে অন্যতম জনপ্রিয় প্রাণীদের একটি। মু ডেং ও পেস্টোর মতো মজার মজার সব কাণ্ডকারখানা আভাকে সবার প্রিয় করে তুলেছে। এ ছাড়া আভার সুদৃশ্য সোনালি পশম এক আলাদা আকর্ষণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।