বজরাঙ্গি ভাইজান সিক্যুয়ালের গল্প যেমন হবে

বজরাঙ্গি ভাইজান

বিনোদন ডেস্ক : ‘বজরাঙ্গি ভাইজান’ বলিউডের জনপ্রিয় ছবির মধ্যে অন্যতম সিনেমা। গত বছরের ডিসেম্বরেই বলিউড তারকা সালমান খান জানিয়েছিলেন শিগগিরই তিনি ছবিটির সিক্যুয়ালের কাজ শুরু করবেন।

বজরাঙ্গি ভাইজান

অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটান ‘ভাইজান’। পরবর্তী ছবির নামও জানিয়েছিলেন তিনি। খবর জিনিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বজরাঙ্গি ভাইজান’-এর সিক্যুয়াল ছবির নাম হবে ‘পবনপুত্র ভাইজান’। সালমান খান জানান, ‘টাইগার থ্রি’, ‘নো এন্ট্রি’র সিক্যুয়াল এবং ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’-এর শুটিং শেষ করেই ‘বজরাঙ্গি ভাইজান’-এর দ্বিতীয় পর্বের কাজে হাত দেবেন তিনি। তবে ছবি মুক্তির আগেই এর গল্প সম্পর্কে গোপন একটি তথ্য ফাঁস করলেন চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইতোমধ্যে সালমান খানের সঙ্গে আমি ছবির গল্প নিয়ে আলোচনা করেছি। উনার সেটি খুব পছন্দ হয়েছে। আগামী মে মাস থেকে আমি ছবির গল্প লেখা শুরু করব।’

মাটির মানুষ ছিলেন অভিষেকদা : মধুমিতা

এর পরই ছবির গল্প নিয়ে বড় খোলাসা করলেন চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবি গল্প কেমন হবে? সেটি কি ‘বজরাঙ্গি ভাইজান’-এর গল্পের ধারাবাহিক হবে নাকি নতুন কোনো গল্প হবে? জবাবে কেভি বিজয়েন্দ্র প্রসাদ বলেন, ‘বজরাঙ্গি ভাইজান’-এর ধারাবাহিক গল্পই দেখা যাবে দ্বিতীয় পর্বে।’

কবির খান পরিচালিত ‘বজরাঙ্গি ভাইজান’-এ সালমান খান ছাড়াও অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, নবাগতা হর্ষলি মালহোত্রা।