জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে সিয়াম খান (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০১ জুন) সকাল ১০টায় উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটিকামালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা যাওয়া সিয়াম খান ওই এলাকার রোমেল খানের ছেলে এবং বুরুমদি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ঝড় বৃষ্টি শুরু হলে সিয়াম খান বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় তাকে আড়াইহাজার জবেদ আলী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রোগীর অবস্থা খারাপ দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠান। কিন্তু ঢাকা মেডিকেলে যাওয়ার পথে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সময় নিউজকে বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে জানতে পেরেছি বজ্রপাতে গুরুতর আহত হওয়া এক স্কুলছাত্রকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।