বড়পর্দায় পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা পাল

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল তবু মনে রেখো ধারাবাহিকের জনপ্রিয় মুখ প্রত্যুষা পাল পা রাখছেন বড়পর্দায়। রিনো দত্ত পরিচালিত এই ছবির নাম ‘লাভ ইউ জিন্দেগী’। ছবিতে প্রত্যুষার চরিত্রে নাম রাই, পেশায় সে একজন ক্রাইম রিপোর্টার।

সে তার কাজের প্রতি খুবই সৎ। কিন্তু রাই দেখেন যে তার কঠোর পরিশ্রম সত্ত্বেও কখনই প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেননা। যে পুরস্কার রাইয়ের পাওয়ার কথা ছিল,তার বদলে মাঝে মাঝে তার সিনিয়র মি.পাকড়াশি বা কখনো তার অন্য সহকর্মীরা পেয়ে থাকেন। রাই ধীরে ধীরে সে খুব বিষণ্ণ হয়ে পড়েন।

একদিন মি পাকরাশি তাকে অশ্লীল ব্যবসার প্রস্তাব দেয় এবং তা শুনেই রাই চাকরি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেন। অপর দিকে ম্যাগাজিনের মালিক রাহুলকে ভালবাসে রাই। কিন্তু রাহুল এই বিষয়ে কিছুই জানেন না। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বিনোদন বিভাগে স্থানান্তর করে। ক্রাইম রিপোর্টিং ছেড়ে রাই কি পারবে তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে? রাহুল কিভাবে জানতে পারবে রাইয়ের মনের কথা? এমনই একটি বিষয় নিয়ে আসতে চলেছে লাভ ইউ জিন্দেগী।

টাইগারদের আফগান বধের সাক্ষী হয়ে রইলেন পরীমনি

সম্প্রতি কলকাতায় হয়ে গেল এই ছবির শুটিং। ঝুমা পাল এবং বজরং জসওয়ালের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, প্রত্যুষা পাল, অমিত সাহা, দেব প্রসাদ পাল, রাজু মজুমদার, উদয় প্রতাপ সিং সহ আরও অনেকে।

সাকিব আল হাসানের নায়িকা হতে চান পরীমনি