ব‌ড়‌শি‌তে ধরা পড়লো দেড় মণ ওজনের বাঘাইড় মাছ, দাম লাখ টাকা

ব‌ড়‌শি‌তে ধরা পড়লো দেড় মণ ওজনের বাগাড়, দাম লাখ টাকা

জুমবাংলা ডেস্ক : কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলায় ব্রহ্মপুত্র ন‌দ থেকে এক মৎস‌্যজীবীর ব‌ড়‌শি‌তে ধরা পড়া প্রায় ৬২ কেজি ওজ‌নের বাঘাইড় মাছ মাছটি আজ (৪ নভেম্বর) নাগেশ্বরী বাজারে বিক্রির জন্য তোলা হবে।

 ব‌ড়‌শি‌তে ধরা পড়লো দেড় মণ ওজনের বাগাড়, দাম লাখ টাকা

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটের কা‌ছে এক‌টি ব‌্যাটা‌রিচা‌লিত অটো‌রিকশায় ক‌রে মাছ‌টি নি‌য়ে গে‌লে উৎসুক জনতা দেখ‌তে ভিড় জমান।

বড় এই মাছ‌টি চিলমারী থে‌কে কি‌নে আনেন আরেক মাছ বি‌ক্রেতা হা‌নিফ আলী। হানিফের বাড়ি নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকায়।

এ ব্যাপারে হানিফ বলেন, চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বড়‌শিতে মাছটি ধরেছেন স্থানীয় এক মৎস‌্যজীবী। ‌তি‌নি তার কাছ থেকে মাছটি কিনে এনেছেন। মাছটি কেটে ১৬শ টাকা কেজি দরে বিক্রি করবেন ব‌লে জানান।

হা‌নি‌ফের দা‌বি করেন, ৬২ কে‌জির বাঘাইড় মাছটির দাম হবে প্রায় লাখ টাকা। শুক্রবার না‌গেশ্বরী বাজা‌রে মাছ‌টি বি‌ক্রি কর‌বেন ব‌লে জানান হা‌নিফ।

গাছের মগডাল থেকে ফনা তুললো দানব আকৃতির কিং কোবরা