বড় চুলের জন্য ছবি করতে পারছেন না জায়েদ খান

জায়েদ খান

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে ব্যস্ত থাকায় চিত্রনায়ক জায়েদ খান দীর্ঘদিন ছিলেন সিনেমার শুটিংয়ের বাইরে। সব সামলে এবার কাজে ফিরেছেন ‘অন্তর জ্বালা’ ছবির এই নায়ক।

২০১৭ সালের এপ্রিলে বিএফডিসিতে ‘বাহাদুরী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছিল। এরপর বেশকিছু অংশের শুটিং বাকি রেখে বন্ধ হয়ে গিয়েছিল ছবিটির কাজ।

দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে গত সপ্তাহে শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে জায়েদ খান ও মৌ খান অভিনীত সিনেমা ‘বাহাদুরী’র কাজ।
জায়েদ খান
সিনেমার কাজ নিয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, কয়েক দিন ধরে ‘বাহাদুরী’ সিনেমার শুটিং করলাম। এছাড়া ‘সোনার চর’ চলচ্চিত্রের কিছু কাজ বাকি আছে, সেটা করব। এর বাইরে আরও এক নির্মাতার কাজ করব। তবে চুল বড় হওয়ার কারণে ছবি করতে পারছি না। সিনেমার কন্টিনিউয়িটি ঠিক রাখার জন্য চুল কেটে ফেলতে হবে। শিগগিরই হেয়ার স্টাইল চেঞ্জ করব।

আর ওয়েব সিরিজে কাজের প্রস্তাবও এসেছে। এতে অবশ্য অভিজ্ঞতা নেই। ভেবে দেখতে হবে করব কিনা। এ ছাড়া ছবির বাইরেও বিভিন্ন কাজে যুক্ত আছি।

বিয়ের আগেই মালাইকার গর্ভে অর্জুনের সন্তান! যা জানালো পরিবার