ফেব্রুয়ারির ২৬ তারিখে বার্সেলোনায় শাওমি ১৩ সিরিজ মার্কেটে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। শাওমি ১৩ প্রো ডিভাইসটি ভারত ও বাংলাদেশে লঞ্চ হবে। এবার শাওমি ১৩ লাইট স্মার্টফোনের স্পেসিফিকেশন কেমন হতে পারে সে সম্পর্কে তথ্য পাবলিশ করা হয়েছে।
স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ হবে ৬.৫৫ ইঞ্চি। এটির ডিসপ্লের রেজুলেশন হবে ২৪০০*১০৮০ পিক্সেল। ১২০ হার্জ রেটের এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
হ্যান্ডসেটির টাচ সেম্পলিং রেট ২৪০ হার্জ হওয়ায় গেমিং এর জন্য ডিভাইসটি উপযুক্ত হবে। ১০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সেট করা সম্ভব হবে ডিভাইসে। কর্নিল গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন থাকবে।
Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হতে পারে। গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহৃত হবে Adreno 662 GPU। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া থাকবে মোবাইলটিতে।
MIUI 12 এর উপর ভিত্তি করে Android 12 অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকবে শাওমিত ফোনে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা থাকবে স্মার্টফোনটিতে।
প্রাইমারি ক্যামেরায় IMX766 sensor ব্যবহার করা হয়েছে। এটির আপাচার ২.৮। পাশাপাশি ২০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। এটির আপাচার ২.২।
ক্যামেরা সেকশনে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইন্সটল করা আছে যার আপাচার হচ্ছে ২.৪। In-display fingerprint sensor, ইনফ্রারেড সেন্সর এর মত ফিচার পেয়ে যাবেন মোবাইলটিতে।
ইউএসবি টাইপ-সি অডিও, ডুয়েল স্পিকার, ডলবি এটমোস, ডুয়েল ফোরজি Volte, ওয়াইফাই-সিক্স, ব্লুটুথ ৫.২, NFC ইত্যাদি ফিচার এ ফোনে আপনি পেয়ে যাবেন। ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি এ ডিভাইসকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি ৬৭ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচার এখানে দেওয়া হবে। ৪৪ হাজার রুপিতে এ স্মার্টফোন ভারতের বাজারে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।