জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছর ধরে আমরা কঠিন সময় পেরিয়েছি। আশা করি সামনে আমাদের জন্য ভালো সময় অপেক্ষা করছে। আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত- আমরা যেন বড় নেতা না হয়ে ভালো মানুষ হতে পারি। যেন এমনভাবে এই পৃথিবী থেকে যেতে পারি, যেমন গেছেন আমার বাবা ও আরও অনেক গুণীজন।
রোববার (৬ এপ্রিল) বিকেলে শহরের উকিলপাড়ায় সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, ঢাকা সিটির মেয়র, জাতীয় পার্টি (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, বাবাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। আমি উপলব্ধি করেছি, আল্লাহ মানুষকে ধন, সম্মান, ক্ষমতা দেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমার বাবা সেই দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন।
তিনি আরও বলেন, আমার বাবার কোনো অহংকার ছিল না। তিনি সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে মিশতেন, যেন তারা পরিবারেরই একজন। আজকে দেশের যেখানেই যাই, মানুষ বলেন তিনি ছিলেন সিংহের মতো সাহসী এবং মহান হৃদয়ের একজন মানুষ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- নাজিউর রহমান মঞ্জুর ছোট ছেলে ও বিজেপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াশিকুর রহমান অঞ্জন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম খান, যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, জেলা জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ, অধ্যক্ষ নজরুল ইসলাম এবং জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।