সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মজিবুর রহমান (৬০)। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত মজিবুর রহমান ও গ্রেপ্তার ঘাতক লুৎফুর রহমান আপন দুই ভাই। তারা দুজনেই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার এশার আযানের পর মজিবুর রহমান বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজরত অবস্থায় হঠাৎ মসজিদে ঢুকে তার বড় ভাই লুৎফুর রহমান দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে মজিবুর রহমান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ‘ঘটনার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘাতক লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে। বর্তমানে নিহতের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।