স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ। হারলে বাদ এশিয়া কাপের এবারের আসর থেকে। এমন সমীকরণ মাথায় নিয়ে টসে হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুটাও হয়েছে দারুণ। দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানের ব্যাটে।
সাব্বির ৫ রানে ফিরলেও মিরাজ খেলেছেন ৩৮ রানের ইনিংস। সাব্বিরের বিদায়ের পর অধিনায়ক সাকিব ব্যাট করতে নেমেছেন রাজ্যের চাপ নিয়ে। চাপের মাথায় সাকিব পূর্ণ করেছেন টি-টোয়েন্টিতে ৬ হাজার রান।
চামিকা করুনারত্নের ওভারের প্রথম বলে চার মেরে পূর্ণ করেন ৬ হাজার রান। পরের বলে মারেন আরও একটি চার। দুটিই ছিল স্কুপ শট। এতদিন ৬ হাজার রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটার ছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন দেশ সেরা এই অল-রাউন্ডার।
অবশ্য ইনিংসটা লম্বা করতে পারেননি। আগ্রাসী ব্যাটিংয়ে মাহেশ থাশানার বল সুইপ করতে গিয়ে হয়েছেন বোল্ড আউট। ২২ বলে ২৪ রান করে ফিরেছেন সাজঘরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯১ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।