বিনোদন ডেস্ক : বড় লোকের বিটি খ্যাত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি তিনি এই গানের তালে নেচে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে মাঝে মধ্যে বিতর্কেও তার নাম উঠে। এবার তেমন কিছুই হলো!
নিজ বাসায় কাপড় বদলাচ্ছিলেন। তখনই আসে ভিডিও কল। কলটা ছিল অভিনেতা মনোজ বাজপেয়ীর। কিন্তু অটোমেটিক রিসিভ অপশন দিয়ে রাখাই এক পলকে সেই দৃশ্য অপর প্রান্ত থেকে দেখে ফেলেন মনোজ।
যদিও তিনি এড়িয়ে যান। পরে জ্যাকুলিনও না বোঝার ভান করে তাকে এদিক ওদিক করে জামার ট্রায়ালগুলো দেখান।
এ দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলছে বেশ আলোচনা। শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী হন তিনি।
এরপর ২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদীন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়।
ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার টু। পরবর্তীতে তিনি কমেডি ধর্মী হাউজফুল টু এবং অ্যাকশন ধর্মী রেস টু ছবিতে অভিনয় করেন।
২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়ের চলচ্চিত্রের একটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



