নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আজ বুধবার (২৭ নভেম্বর) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৪তম শাখার উদ্বোধন করা হয়েছে।
শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো.আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্রে বহুমুখী কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী।
এ সময় ব্যাংকের দিলকুসা শাখার ব্যাবস্থাপক মাসুদুর শাহ, করপোরেট শাখার ব্যবস্থাপক শামীম আহম্মেদ, জোনাল হেড ইয়ামিন হোসেন, উপজেলা চেয়ারম্যান সামছুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবু তাহির, বদলগাছী শাখার ব্যবস্থাপক মো মামুনুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।