জুমবাংলা ডেস্ক: দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হারের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই সচিব ও এক সাচিবিক মর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
রবিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এমন তথ্য জানা গেছে।
এতে বলা হয়, স্বাস্থ্যবিভাগের সচিব মো. আব্দুল মান্নাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সুরক্ষা বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোকাব্বির হোসেনকে।
আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনকে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদোন্নতি দেওয়া হয়েছে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে সারা দেশ প্রথমবারের মতো শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করবে সরকার। শিল্প-কলকারখানা শর্ত সাপেক্ষে চালু থাকতে পারে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবে।’
এই ঘোষণার পর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, লকডাউনে জরুরি পণ্য ও খাদ্যবাহী ট্রেন ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্প-কারখানা।
শেয়ারবাজার খোলা থাকলেও সীমিত আকারে চলবে ব্যাংকিং সেবা। চলমান বইমেলাও লকডাউনে বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



