তারা বলেছেন, আমরা জানি ২০২০ সালে মৃত্যুর শীর্ষ ১০ কারণগুলোর একটি হবে কভিড-১৯। তবে পরের বছর এটা কতটা উচ্চমানের হবে তা ঠিক জানতে পারব না। হার্টের অসুখ ও ক্যান্সার যুক্তরাষ্ট্রে মৃত্যুর প্রধান দুই কারণ। প্রতি বছর দেশটিতে যত মানুষ মারা যায়, তার অর্ধেকের বেশি ঘটে এ দুই কারণে এবং এটা পরিবর্তনেরও আশা করা হয় না।
চূড়ান্ত তথ্য ক্যালেন্ডার বছরের জন্য ডেথ সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান তৈরি করা হয়। সর্বশেষ ২০১৮ সালের যুক্তরাষ্ট্রের মৃত্যুর শীর্ষ ১০ কারণের চূড়ান্ত তথ্য পাওয়া যায়।
লাখ লাখ গাঁজাসেবীর হৃদরোগে মৃত্যুর আশঙ্কা করছেন বিজ্ঞানীরা ≣ জাতীয় পার্টি-জেপির ত্রিবার্ষিক কাউন্সিল আজ ≣ বাউল শিল্পীদের অমুক-তমুক বলে অত্যন্ত নিম্নমানের ভাষা ব্যবহার করে কথা বলেন যেসব মাওলানা,তাদের বিচারের আওতায় আনা হোক, যদি সম্ভব না হয়, শরিয়ত বয়াতিকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক
১. হার্টের অসুখ: ৬ লাখ ৫৫ হাজার ৩৮১ জন
২. ক্যান্সার: ৫ লাখ ৯৯ হাজার ২৭৪ জন
৩. অনিচ্ছাকৃত আঘাত: ১ লাখ ৬৭ হাজার ১২৭ জন
৪. শ্বাসকষ্টজনিত রোগ: ১ লাখ ৫৯ হাজার ৪৮৬ জন
৫. স্ট্রোক: ১ লাখ ৪৭ হাজার ৮১০ জন
৬. আলঝেইমার: ১ লাখ ২২ হাজার ১৯ জন
৭. ডাবাবেটিস: ৮৪ হাজার ৯৪৬ জন
৮. ফ্লু ও নিউমোনিয়া: ৫৯ হাজার ১২০ জন
৯. নেফ্রাইটিস
১০. আত্মহত্যা
গতকাল শুক্রবার পর্যন্ত কভিড-১৯-এ ১ লাখ ৪৬ হাজারেরও বেশি আমেরিকানের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।