বিনোদন ডেস্ক : বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ খানের ‘জিরো’। এই ছবির ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বেশ কিছুদিন সিনেমা থেকে দূরে থাকার সিদ্ধান্তও নেন বলিউডের বাদশা। এরই মধ্যে জোর জল্পনা, সঞ্জয় লীলা বনশালির নতুন প্রজেক্টে কাজ করছেন তিনি। কবি ও গীতিকার শাহির লুধিয়ানভির বায়োপিকে শাহরুখ খানই বনশালির প্রথম পছন্দ। কেউ কেউ আবার বলছেন, আলি আব্বাস জাফরের আগামী ছবিতে দেখা যাবে কিং খানকে। রবিবার সব জল্পনার অবসান ঘটালেন শাহরুখ নিজেই। টুইট করে জানালেন, কী করতে চলেছেন তিনি।
আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সাফল্যের মুখ না দেখলেও তাঁকে কাস্ট করার জন্য আগ্রহী পরিচালকের সংখ্যা নেহাত কম নয়। একদিকে যখন শোনা যাচ্ছে আলি আব্বাসের আগামী ছবির জন্য সইও করে ফেলেছেন তিনি, তখনই ভেসে উঠেছে বনশালির ছবির কথাও। ফরহান আখতারের ‘ডন ৩’র কথাও বলছেন কেউ কেউ।
যদিও শাহরুখ এখন ব্যস্ত নেটফ্লিক্সে তাঁর নিজস্ব প্রোডাকশন নিয়ে। আগামী ২৭ সেপ্টেম্বর ‘বার্ড অফ ব্লাড’ স্ট্রিমিং হবে। মুখ্য চরিত্রে ইমরান হাশমি। শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট প্রযোজনা করবে নেটফ্লিক্সের হরর সিরিজ ‘বেতাল’ও।
শাহরুখ বলেন, এমন অনেক খবরই তাঁকে নিয়ে রটে, যার বিন্দু বিসর্গ তিনি জানেন না। পরিচালকের নামও শোনেননি, অথচ রটে যায় তিনি সেই পরিচালকের ছবিতে কাজ করছেন। শাহরুখের কথায়, ”তখনই আমি ছবি করব, যখন আমি নিজে মুখে বলব, ছবিটা করছি। না হলে এরকম খবর জাস্ট পোস্ট ট্রুথ।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।