জুমবাংলা ডেস্ক: বনের অবৈধ দখলদারদের আমরা কোনো অবস্থাতেই ছাড় দেব না। বনের সব জায়গাই বনের দখলে নিয়ে আসতে হবে এবং সেই লক্ষে আমরা কাজ চালিয়ে যাচ্ছি উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শিল্পপতি যারা বনের জায়গা দখল করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, জলবায়ুর ক্ষতি থেকে রক্ষার জন্যে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় আমাদের সকলকেই গাছ লাগাতে হবে।
আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে ভালুকা জোনের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাজফুজা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল বাকীউল বারী, রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।