গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের মনিপুর এলাকায় বনের ভেতর থেকে এক কন্যাশিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর সদর থানার পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত শিশু মুনিয়া আক্তার (৫) মনিপুর গ্রামের মঞ্জুর হোসেনের কন্যা।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাছেদ জানান, শিশুটি গত ১০ নভেম্বর বিকেলে তার বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে শনিবার বেলা ১১টার দিকে মনিপুরের সরকারি বনের ভেতর একটি মাথার সন্ধান পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে থাকা কাটা হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
এসআই আরো জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতে পারে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।