নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানান যে, বন্দর থেকে আমদানিকারককে নির্ধারিত সময়ে পণ্য নিতে হবে। তা না হলে তাকে তিনগুণ জরিমানা দিতে হবে। সচিবালয় এক অনুষ্ঠানে আমদানি-কারদের এভাবে হুঁশিয়ারি দেন নৌ পরিবহন উপদেষ্টা।
দেশে পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে যেন বাজারে কোন সংকট দেখা না দেয় এবং দাম না বাড়ে। শাকসবজির দাম বাড়েনি। তবে সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। বেশ কয়েকটি পণ্যের দাম এখনো অনেক বেশি। তবে পেঁয়াজ এবং আলুর মতো পণ্যের দাম সঠিক পর্যায়ে রয়েছে। তবে সয়াবিন তেল নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছে সাধারণ জনগণ। বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে এবং কবে নাগাদ সমাধান হবে তা নিয়ে কোন আলোচনা নেই।
নৌ উপদেষ্টা জানান, যথেষ্ট পরিমাণে নিত্যপণ্য আমদানি হয়েছে। বাজারে ভোজ্যতেলের সংকটের কথা স্বীকার করে তিনি জানান, তেলের সংকট থাকলেও শাক-সবজির দাম স্থিতিশীল আছে।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শাক-সবজির দাম বরং যা ছিল তাই আছে। পত্রিকায় দেখলাম ভোজ্য তেলের দাম… কিছু কিছু লুকিয়েছে। এটা ডেফিনেটলি সরকার দেখছে। অনেক আগে থেকে এবার নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে। সাপ্লাইতে যতটুকু আমি জানি, বন্দরের খবর থেকে বলছি কোনো ঘাটতি নেই।’
এসময় পণ্য আটকে রেখে কৃত্রিম সংকটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। জানান, নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা গুনতে হবে।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘যাতে কেউ ওখানে স্কোর করতে না পারে। এটার এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে। পোর্টে নামলেই তিনদিন ফ্রি, চতুর্থ দিনেই পণ্য নিতে হবে। যদি না নেয় প্রতিদিন ৪৮ ডলার দিতে হবে।’ অসৎ আমদানিকারকদের বিরুদ্ধে নৌপরিবহন উপদেষ্টার এ হুঁশিয়ারি বাজার ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে সহায়ক হবে মনে করছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।