স্পোর্টস ডেস্ক: ফরাসি ক্লাব পিএসজিতে খেলেন কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি। সেই সূত্রে ফ্রান্সের তারকা এমবাপ্পে ও মরক্কোর তারকা হাকিমির মধ্যে গড়ে ওঠেছে বন্ধুত্ব। মাঠ ও মাঠের বাইরে এমবাপ্পের আশেপাশেই থাকতে দেখা যায় হাকিমিকে। চলমান কাতার বিশ্বকাপটি মরক্কোর জন্য ছিল স্বপ্নের মতো।
বুধবার রাতে সেমিফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স ও মরক্কো। দুই বন্ধুর এই লড়াইয়ে শেষ হাসি হেসেছেন এমবাপ্পে। তবে ম্যাচ জিতে বন্ধু হাকিমির কৃতিত্বের কথা তুলে ধরতে ভুলেননি ফরাসি তারকা।
আল বায়াত স্টেডিয়ামে আসরেরে দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। মাঠ ও মাঠের বাইরে ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে এমবাপ্পে ও হাকিমির মধ্যকার বিশেষ কিছু মুহূর্ত। ফ্রান্সের জয়ে পুরো দল যখন জয়োল্লাসে মেতেছে, এমবাপ্পে তখন মরক্কো শিবিরে। এমবাপ্পে ছুটে গেছেন বন্ধু আশরাফ হাকিমির কাছে। মাঠে লড়াই করলেও বিন্দুমাত্র চিড় ধরেনি তাদের বন্ধুত্বে।
ম্যাচ শেষে মাঠের মধ্যেই হতাশায় নুইয়ে পড়েন হাকিমি। তখন এমবাপ্পে ছুটে এসেছেন, আর মাঠের ঘাসে শুয়ে থাকা হাকিমিকে টেনে তুলেন। হামিকিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এমবাপ্পে। এরপর জার্সি বদল শেষে মরক্কোর জার্সি গাঁয়ে হাস্যোজ্জ্বল ছবিও তুলেছেন এমবাপ্পে। টুইটারে দুজনের ছবি পোস্ট করে এমবাপ্পে লিখেছেন, ‘হতাশ হয়ো না ভাই। তোমরা যা করেছো তাতে সবাই গর্বিত। তোমরা ইতিহাস গড়েছ। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।