Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বন্ধ দরজা খুলছে মালয়েশিয়ায়, বাংলাদেশি শ্রমিকদের আশার আলো
    প্রবাসী খবর

    বন্ধ দরজা খুলছে মালয়েশিয়ায়, বাংলাদেশি শ্রমিকদের আশার আলো

    May 14, 20257 Mins Read

    জুমবাংলা ডেস্ক : দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। ইতিমধ্যে মালয়েশিয়ায় ১২ লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে কথাবার্তা চলছে। মূলত শ্রমিকদের সুরক্ষার বিষয়টি প্রাধান্য দিয়েই শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় সিন্ডিকেটের কারণে মুখ থুবড়ে পড়েছিল বৃহত্তর এ শ্রমবাজার। তবে অন্তর্বর্তী সরকার বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করতে নিয়েছে নানা উদ্যোগ। দেশ রূপান্তরের করা প্রতিবেদন থেকে বিস্তারিত-

    বন্ধ দরজা খুলছেএরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার মালয়েশিয়ায় যাচ্ছেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। তারা আগামী বৃহস্পতিবার পুত্রজায়ায় ওই দেশের সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন। তাছাড়া শ্রমিক নেওয়ার বিষয়ে ২১ মে ঢাকায় দ্ইু দেশের ওয়ার্কিং গ্রুপের সভা হবে।

    এদিকে বায়রার কতিপয় নেতা পরস্পরবিরোধী বক্তব্য দেওয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে নেতিবাচক প্রভাব পড়ারও শঙ্কা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে।

    জনশক্তি রপ্তানি খাতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি খাত ধ্বংস করার মিশনে নেমেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) কিছু বহিষ্কৃত নেতা। তারা সৌদি আরবের পর বাংলাদেশি কর্মীদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া ঘিরে দেশের ভেতরে বিভিন্ন ধরনের নেতিবাচক বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্য পুরো অভিবাসন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার আশঙ্কা রয়েছে। কারণ মালয়েশিয়া কর্মী গ্রহণকারী দেশ হওয়ায় ওই দেশে সরকার সমালোচনার মধ্যে পড়লে বাংলাদেশের পরিবর্তে অন্য দেশ থেকে কর্মী নিয়োগ করতে পারে। এতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

    জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. সরওয়ার আলম বলেন, ‘মালয়েশিয়ায় স্বপ্নের শ্রমবাজার উন্মুক্ত হবে শিগগির। তাদের সঙ্গে শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা করব। আমাদের সরকার ও মালয়েশিয়া সরকারের নিয়মনীতি মেনে শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা হবে। শ্রমিক গ্রহণকারী দেশ হিসেবে তারা যেসব শর্ত দেবে, প্রেরণকারী দেশ হিসেবে সেগুলো আমরা শুনব। আমাদের সঙ্গে ২১ মে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা আছে। সেখানে বিষয়গুলো পর্যালোচনা করা হবে।’

    তিনি আরও বলেন, ‘শ্রমবাজার খোলার বিষয়ে শতভাগ আশাবাদী। আশা করছি সফর থেকে ফিরে শ্রমবাজার খোলার বিষয়ে সুখবর দিতে পারব। স্বচ্ছতা ও জবাবদিহির আলোকেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে। শ্রমিকরা যাতে কম টাকা ও দালালমুক্তভাবে যেতে পারেন, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।’

    সংশ্লিষ্টরা জানায়, ১৯৭৬ সাল থেকে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করে। ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শ্রমিক গেছে ১ কোটি ৬০ লাখেরও বেশি। বাংলাদেশের ১০ রিক্রুটিং এজেন্সি চক্র গড়ে দুর্নীতি করেছে, এমন অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর দুই দেশের মধ্যে অনেক আলোচনার পর ২০২২ সালের আগস্টে আবার শ্রমবাজার খুলে দেওয়া হয়। সব এজেন্সির জন্য উন্মুক্ত রাখার আন্দোলন হলেও তা করা হয়নি শেষ পর্যন্ত। দেশে প্রথমে ২৫ এজেন্সি দায়িত্ব পেলেও পরে এটি বাড়িয়ে ১০০ এজেন্সি করা হয়। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া। কিন্তু এরপরও এ দেশের শ্রমবাজার নিয়ে বিভিন্ন সময় নানা টানাপড়েনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ।

    বিভিন্ন সময় দফায় দফায় বন্ধ ছিল সেখানকার বাংলাদেশের শ্রমবাজার। সৌদি আরবসহ অন্যান্য দেশের মতো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটির ছাড়পত্র নিয়ে একইভাবে মালয়েশিয়ায় কর্মী যাচ্ছে। এর আগে ২০১৭-১৮ সালে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার পর বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলে দুর্নীতি দমন কমিশন বিস্তারিত তদন্ত শেষে অভিযোগের প্রমাণ না পেয়ে তদন্ত সমাপ্তি ঘোষণা করে। একইভাবে মালয়েশিয়া সরকারও বিস্তারিত তদন্ত শেষে অভিযোগটি সঠিক নয় মর্মে মালয়েশিয়ার তৎকালীন মানবসম্পদ মন্ত্রী সে দেশের পার্লামেন্টে প্রতিবেদন পেশ করেন। একইভাবে ২০২২-২৪ মেয়াদে কর্মী প্রেরণের ক্ষেত্রে করা মামলা তদন্তের লক্ষ্যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকার জানিয়েছে, বৈধ অভিবাসন প্রক্রিয়ায় মানি লন্ডারিং বা মানব পাচারের মতো কোনো অনিয়ম হয়নি।

    তাছাড়া, বৈধ অভিবাসনের ক্ষেত্রে এ ধরনের কোনো অনিয়ম হয়নি বলে সে দেশের দুর্নীতি দমন কমিশন প্রধান ইতিমধ্যে সংবাদমাধ্যমকে অবহিত করেন। ২০২২-২৪ মেয়াদে মালয়েশিয়ায় কর্মী গমনের ফলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিগত ২০২১-২২ অর্থবছরের ১ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্সের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে বর্তমান অর্থবছর শেষে মালয়েশিয়া থেকে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন মার্কিন ডলার পৌঁছাবে বলে আশা করছে বায়রা।

    জানা গেছে, মালয়েশিয়া সরকার বৈদেশিক কর্মী নিয়োগের উদ্দেশ্যে শিল্পকারখানা, সেবা খাত এবং বিশেষত প্ল্যান্টেশন এবং কৃষি খাতে বৈদেশিক কর্মী নিয়োগের নিমিত্তে বিভিন্ন দেশের অনুকূলে কোটা অনুমোদন শুরু করেছে। বাংলাদেশ এ সুযোগ নিতে পারলে আগামী ছয় বছরে দুই লাখ করে আরও অন্তত ১২ লাখ কর্মী যাবে। ফলে মালয়েশিয়া থেকে বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসবে।

    অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশি কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামীকাল মালয়েশিয়া যাবেন। ১৫ মে পুত্রজায়ায় ওই দেশের সংশ্লিষ্টদের সঙ্গে সভা করবেন। ২১ ও ২২ মে ঢাকায় নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতকরণসহ শ্রমবাজার সম্পর্কিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হবে।

    জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বলেন, ‘সৌদি আরবের পরই মালয়েশিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। অন্তর্র্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ম্যাজিকে যখন শ্রমবাজার খোলা হচ্ছে, যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা ডাকা হয়েছে; ঠিক এ সময় একটি পক্ষ আমাদের প্রতিপক্ষ দেশের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে। তারা শ্রমবাজারকে ধ্বংস করতে অপতৎপরতা শুরু করেছে। সরকারের কাছে আমাদের আবেদন সেখানে স্বল্প খরচ ও সহজ শর্তে যাতে বাংলাদেশি শ্রমিকরা যেতে পারেন। আমরা ব্যবসায়ীরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। আমরা চাই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হোক। কোনো রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে কত শ্রমিক গেল, সেটা আমাদের বিষয় নয়। আমাদের স্বার্থ হলো দেশের শ্রমিক সেখানে যাক, তারা ভালো থাকুক, দেশ উপকৃত হোক ও দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাক।

    বায়রার সূত্র জানায়, মালয়েশিয়া আগামী কয়েক বছরে সোর্স কান্ট্রিগুলো থেকে প্রায় ১২ লাখ শ্রমিক নেবে। এ ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় সুখবর আশার সম্ভাবনা রয়েছে। কারণ দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়ে দ্বিগুণ বা তারও বেশি। সিন্ডিকেট-অ্যান্টি সিন্ডিকেট এ আবর্তে ঝুলে আছে বিশাল এ শ্রমবাজার। ধীরে ধীরে সেই জটিলতা কাটতে যাচ্ছে। মালয়েশিয়ায় লাখ লাখ শ্রমিক বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

    বায়রার একাধিক নেতা বলেন, রিক্রুটিং এজেন্সির কে ব্যবসা করল, কে করল না এটাকে প্রাধান্য দিতে গিয়ে নানান ধরনের জট পাকানো হচ্ছে। অনেক লোক এতে জড়িয়ে পড়ছে। ব্যবসায়ীদের স্বার্থকে বিশেষ গুরুত্ব না দিয়ে দুই দেশের সরকারের নিয়মনীতিকে প্রাধান্য দিয়ে শ্রমিকের সুরক্ষা ও স্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশাল এ শ্রমবাজার খুলবে। এতে সরকার ও দেশ উপকৃত হবে। দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে সরকার বা মন্ত্রণালয় কাউকে ব্যবসা বা কাজ এনে দিতে পারে না। ব্যবসায়ীদের একটি অংশ প্রতিযোগিতায় টিকতে না পেরে এবং নিয়ন্ত্রণকারী সংস্থা ও মন্ত্রণালয়কে দুর্বল ভেবে মন্ত্রণালয়ে গিয়ে হাঙ্গামা করে গ-গোল করে। শুধু বাংলাদেশ নয়, কোনো দেশেই রিক্রুটিং এজেন্সিকে কাজ সংগ্রহ করে দেওয়া বা কাজ এনে দেওয়া ওই দেশের মন্ত্রণালয়ের কাজ নয়। এটা নিজ নিজ এজেন্সিকে করতে হয়। যেসব এজেন্সি বিদেশ থেকে কাজ আনবে; সরকার তাদের শ্রমিক পাঠানোর অনুমতি দেবে।

    অথচ বিদেশে না গিয়ে, কাজ না এনে সেখানে কোনো ধরনের অবকাঠামো তৈরি না করে দেশে বসে একশ্রেণির ব্যবসায়ী আন্দোলন, মানববন্ধন, সংবাদ সম্মেলন করা, স্মারকলিপি দেওয়া, সেমিনার ও টকশো করে অন্যকে দোষারোপ করে ব্যবসায়ীদের একটি মহল। এ দোষারোপের অপসংস্কৃতি থেকে জুলাই বিপ্লবের পর মামলা-মোকদ্দমাও শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে সরকারকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদের একাংশ অপরাংশের বিরুদ্ধে মামলা করেছে। আবার সরকারের বিভিন্ন সংস্থা নানা অভিযোগে বা অভিযোগ এনে স্বপ্রণোদিত হয়ে মামলা করছে। এসব মামলাসহ নানা প্রক্রিয়ায় শ্রমবাজারকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে। এতে শুধু মালয়েশিয়া নয়, অন্যান্য দেশের শ্রমবাজারকেও ক্ষতিগ্রস্ত করছে।

    তারা আরও বলেন, সরকারের পক্ষে সব রিক্রুটিং এজেন্সিকে খুশি করা সম্ভব নয়। এখন দেখা যাচ্ছে যারা অতীতে শ্রমিক পাঠানোর ব্যবসা করেছে সব দোষ তাদের। যারা সহযোগী এজেন্সিতে ছিল, তাদের দোষ তারা শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়েছে। যারা মার্কেটিং করেছে, সাপ্লাই চেইন মেনটেইন করেছে, তাদেরও নানান ধরনের ক্ষোভ রয়েছে। তারা মনে করে, তারা কেন সরাসরি লোক পাঠাতে পারল না। কারও কারও ক্ষোভ প্রসেস সাপ্লাই মার্কেটিং কিছুই করতে পারেনি এসব নিয়ে।

    উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা ৩ অটোরিকশা মালিককে ক্ষতিপূরণ দেয়া হবে: ডিএনসিসি প্রশাসক

    কিছু নতুন এজেন্সি যারা নতুন লাইসেন্স করেছে অভিজ্ঞতা বা সক্ষমতা কোনোটাই নেই, তাদের ক্ষোভ তারা কেন শ্রমিক পাঠানোর ব্যবসা করতে পারল না। এসব নিয়ে বিভিন্ন গ্রুপের মনে কষ্ট। এরকম বহুমুখী অভিযোগ রিক্রুটিং এজেন্সিগুলোর আছে। ভাবে, আমরা যদি পরস্পরবিরোধী অবস্থানে থাকি, সবাইকে খুশি করতে গেলে শ্রমবাজার খোলা হবে না।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Bangladeshi migrant workers Malaysia labour market manpower export overseas jobs আলো আশার খবর খুলছে দরজা প্রবাসী প্রবাসী শ্রমিক বন্ধ বাংলাদেশি বাংলাদেশি কর্মসংস্থান বৈদেশিক কর্মসংস্থান মালয়েশিয়া শ্রমবাজার মালয়েশিয়ায়, শ্রমিকদের
    Related Posts
    নাচ

    সীমান্তে পাকিস্তানি ও চীনা সৈন্যদের গানের তালে নাচ : ভিডিও ভাইরাল

    May 14, 2025
    কাশ্মীর

    ‘জম্মু-কাশ্মীরের ৯৩ শতাংশ মুসলিম, তারা ভারতের সঙ্গে থাকতে চায় না’

    May 13, 2025
    ফ্লাইং প্যালেস

    ট্রাম্পকে ‘ফ্লাইং প্যালেস’ উপহার দিচ্ছে কাতার রাজপরিবার, দাম ৪ হাজার ৮৮০ কোটি টাকা

    May 12, 2025
    সর্বশেষ সংবাদ
    মার্কেটিং এক্সিকিউটিভ
    ৩০০ ‘মার্কেটিং এক্সিকিউটিভ’ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, ২৩ বছর হলেই আবেদন
    Samsung Galaxy S24 Ultra
    Samsung Galaxy S24 Ultra: Price in Bangladesh & India
    Redmi Note 13 Pro
    Redmi Note 13 Pro: Price in Bangladesh & India
    Vivo V30 Pro
    Vivo V30 Pro: Price in Bangladesh & India
    অবৈধ সিগারেট
    মোংলা বন্দরে ৫ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকার অবৈধ সিগারেট জব্দ
    রিয়েলমি GT 7
    27 মে গ্লোবাল বাজারে লঞ্চ হবে Realme GT 7T, জেনে নিন ডিটেইলস
    Motorola
    Motorola Razr 60 Ultra ফ্লিপ স্মার্টফোন: বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    ৬ পদে নিয়োগ
    ৬ পদে নিয়োগ দেবে টিসিবি, এসএসসি পাসেও আবেদন
    অ্যালোভেরা জেল
    রাতভর অ্যালোভেরা জেল ব্যবহারের ৩টি স্বাস্থ্যসম্মত উপকারিতা
    অভ্যাস
    হার্টের স্বাস্থ্য ভালো রাখবে এমন ৫ দৈনন্দিন অভ্যাস
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.