জুমবাংলা ডেস্ক : যশোরের অভয়নগরে উৎপাদন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত্ব পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) ভিতর থেকে মূল্যবান তামার তার (ক্যাবল) চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে প্রায় এক লাখ টাকা মূল্যের তার চুরি যাওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কর্তৃপক্ষ অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জেজেআই মিলের প্রকল্প প্রধান শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে চোর চক্র ভৈরব নদী দিয়ে ট্রলারযোগ মিলে প্রবেশে করে। একটি দরজা ভেঙ্গে মেশিন রুমের ইঞ্জিনের সাথে থাকা আট পিস তামার তার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯৩ হাজার ৩০০ টাকা। বুধবার সকালে চুরির ঘটনা জানতে পেরে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নিরাপত্তাকর্মী থাকতেও চুরির ঘটনা সম্পর্কে তিনি বলেন, মিলে উৎপাদন বন্ধ আছে। চুরিরোধে বুধবার সকাল থেকে অতিরিক্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, জেজেআই মিল কর্তৃপক্ষ তার চুরির ঘটনায় লিখিত অভিযোগ করেছে। ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত রিপোর্ট পাওয়ার সাথেসাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।