জুমবাংলা ডেস্ক : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ বেশ কয়েকটি জেলা। বিপর্যস্ত অবস্থায় পড়েছে সেসব এলাকার মানুষ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ব্যবস্থা করা হয়েছে।
বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আগ্রহীদের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে বলা হয়েছে-
▫️ হিসাবের নাম: ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
▫️ ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
▫️ হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩
এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়।
এর যথাযথ হিসাব রাখা ও ব্যয় করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পাঠানো বার্তায় জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।