জুমবাংলা ডেস্ক : বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য দুই দিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকা প্রদান করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বন্যায় ক্ষত্রিগ্রস্ত ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাসহ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে এ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।
ইতোপূর্বে এ ধরণের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও ইসলামী ব্যাংকের কর্মীরা দুর্গতদের পাশে ছিল।
আজ (২৪ আগস্ট) ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোন ও শাখা প্রধান এবং উপশাখা ইনচার্জবৃন্দের অংশগ্রহণে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের ডেভেলপমেন্ট উইং প্রধান এ কে এম মাহবুব মোরশেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।