বিজনেস ডেস্ক : বন্যা পরিস্থিতির কারণে দেশের বড় বড় পাইকারি বাজারগুলোতে চালের দাম বেড়েছে। খুব শিগগিরই এর প্রভাব পড়বে খুচরো বাজারগুলোতে।
রাজধানীর কারওয়ান বাজারের চালের আড়ত ঘুরে দেখা গেছে, মোটা সেদ্ধ চালের দাম প্রতি বস্তায় ৫০ টাকা বেড়েছে। এছাড়া বাড়তির দিকে রয়েছে অন্যান্য চালের বাজারদরও। দুই সপ্তাহ আগেও স্বর্ণা সেদ্ধ চালের দাম ছিল বস্তাপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০ টাকা। বর্তমানে এ চাল বিক্রি হচ্ছে প্রতি বস্তায় ১ হাজার ১০০ টাকা। পারি সেদ্ধ চালের দাম বস্তাপ্রতি ৬০-৭০ টাকা বেড়ে ১ হাজার ৬১০ থেকে ১ হাজার ৬২০ টাকায় ক্রয়-বিক্রয় হচ্ছে। এছাড়া গুটি সেদ্ধ চাল প্রতি বস্তায় ৭০ থেকে ৮০ টাকা বেড়ে বস্তাপ্রতি ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৩০ টাকায় কেনাবেচা হচ্ছে। পাইকারি আড়ত পর্যায়ে চালের দাম বস্তাপ্রতি গড়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। খুচরা পর্যায়ে কেজিপ্রতি আরো ১ থেকে ২ টাকা চালের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।
অপরিবর্তিত থেকে আগের দামে বিক্রি হচ্ছে জিরাশাইল সেদ্ধ চাল, মিনিকেট আতপ ও মিনিকেট। জিরাশাইল বিক্রি হচ্ছে প্রতি বস্তা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। আর মিনিকেট আতপ চাল বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১ হাজার ৮৫০ থেকে ১ হাজার ৯৫০ টাকা। মিনিকেট ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দামে চাঙ্গা রয়েছে পোলাওয়ের চাল। কোরবানির ঈদের আগে চাহিদা বেড়ে যাওয়ায় পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে আগের তুলনায় বেশি দামে। চিনিগুঁড়ার দাম প্রতি বস্তায় প্রায় ২০০ টাকা বেড়ে ৪ হাজার ২০০ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।