জুমবাংলা ডেস্ক: বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যা মোকাবিলায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে আজ সিলেটে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ।
দুপুর ১২টা ১৫ মিনিটে সিলেট হাইটেক পার্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পানিবন্দি মানুষকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. মজিবর রহমান পানিবন্দী মানুষকে উদ্ধারসহ সার্বিক সহযোগিতা চেয়ে ১৭ পদাতিক ডিভিশন সিলেটের জেনারেল অফিসার কমান্ডিং বরাবর চিঠি পাঠান। এরপর থেকেই সেনাবাহিনী বন্যাকবলিত মানুষকে উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেনাবাহিনী ছাড়াও বন্যাকবলিত মানুষকে উদ্ধারে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড, বিমানবাহিনী ও পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।