আন্তর্জাতিক ডেস্ক : প্রকৃতিতে খাদ্যের জন্য এক প্রাণী অন্য প্রাণীকে হত্যা করে। শিকারকে কবজায় আনতে হিংস্র পশু যেমন নানা রকমের কায়দা অবলম্বন করে, তেমনি প্রাণে বাঁচতে অপেক্ষাকৃত দুর্বল প্রাণীও নানা কৌশল নেয়। এই চেষ্টায় কখনো বা শিকারির কবল থেকে দুর্বল প্রাণী রেহাই পায়, আবার কখনো প্রাণ দিয়ে অন্যের খাবারে পরিণত হয়।
সম্প্রতি আফ্রিকার এক জঙ্গলে বন্য কুকুরের কবল থেকে প্রাণে বাঁচতে এক হরিণকে অভিনব কৌশল অবলম্বন করতে দেখা যায়।
সেই ঘটনার ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার পর ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ছাড়া পেতে বন্য কুকুরকে ডুবিয়ে মারার চেষ্টা করল হরিণ। ভিডিওর বর্ণনায় লেখা হয়েছে, একাকী একটি বুনো কুকুর এক হরিণীকে তাড়া করে। হরিণটি কুকুরের কবল থেকে রেহাই পাওয়ার প্রাণান্ত চেষ্টা চালায়।
অবশেষে গলা কামড়ে ধরা কুকুরটিকে টেনে সে পাশের লেকের পানিতে নামিয়ে আনে। তারপর কুকুরের মাথা পানিতে চুবানোর চেষ্টা করতে থাকে। একসময় রণে ভঙ্গ দেয় কুকুরটি। রেহাই পায় হরিণ।
ভিডিওর নিচে কমেন্টে একজন লিখেছে, ‘হরিণটি খুবই ভাগ্যবান। কারণ বুনো কুকুরটি একা ছিল। দলবদ্ধ বন্য কুকুরের আক্রমণ হলে সে আর রেহাই পেত না।’
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।