নওগাঁ প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, যারা বনের জায়গা দখল করে রেখেছে, সেই জায়গা পুনরায় দখল করে আবার গাছ লাগাতে হবে। ভবিষ্যতে যেন আর কেউ বন বিভাগের জায়গা দখল করার সাহস না পায় তার জন্য বন দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নওগাঁর ধামইরহাট জাতীয় উদ্যান আলতাদিঘী শালবন পরির্দশন শেষে বন বিভাগের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশের আয়তনের ২৫ ভাগ বন করতে হবে। সেই লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে আরো অনেক কষ্ট করতে হবে। তাই দেশের স্বার্থে, জাতির স্বার্থে, পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে আওয়ামী লীগের নেতাকর্মীদের বন বিভাগকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
তিনি বলেন, ২০২১ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্র্ষিকীতে সারাদেশে এক কোটি গাছ রোপণ করা হবে। এজন্য শুধুগাছ লাগালে চলবে না, পরিবেশ রক্ষায় যা যা করা দরকার সবই করতে হবে।
ধামুইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহিদুজ্জামান সরকার এমপি। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ, ধামইরহাট পৌর মেয়র আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, ধামইরহাট ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, আগ্রাদ্বিগুণ ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন প্রমুখ।
এ সময় ১৫৬ জন উপকারভোগীদের মাঝে ২ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।