জুমবাংলা ডেস্ক: সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শ্বশুর-শাশুড়ি জামাইকে বরণ করে নিচ্ছেন পান আর সিগারেট দিয়ে। সত্যিই কী এমন রীতি আছে?
ভারতের মতো বৈচিত্রময় দেশে বিয়ে নিয়ে সব ধর্মের লোকেদের মধ্যেই মাতামাতির শেষ নেই। বিয়ে করলেই বর বধূকে ঘিরে হাজার রকম অনুষ্ঠান, একধিক রীতিনীতি। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শ্বশুর-শাশুড়ি জামাইকে বরণ করে নিচ্ছেন পান আর সিগারেট দিয়ে। ভিডিও ছড়িয়ে পড়া মাত্রই চারদিকে ব্যাপক চর্চা শুরু হয়।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে মাথায় পাগড়ি পরে সোফায় বসে রয়েছেন বর। শাশুড়ি তার মুখে সিগারেট ধরছেন আর শ্বশুর সেই সিগারেটটি জ্বালিয়ে দিচ্ছেন। যদিও হবু বর ধূমপান করার সুযোগ পেলেন না! তাকে আবার শ্বশুরমশাইকেই সিগারেটটি ফেরত দিয়ে দিতে হলো।
ভিডিও দেখে বেশির ভাগ নেটিজেনই নিন্দা করেছেন। কেউ কেউ আবার বলেছেন সবটাই একটা প্রথার অংশ। ভিডিওটি দেখে এক নেটিজেন লিখেছেন, হিন্দুরীতি মেনে বিয়ে করলে এই সব তামাশা করার কোনো মানে হয় না! সিগারেট খেলে ক্যান্সার হয়ে জেনেও এমন জিনিস প্রচার করার কী মানে আছে? প্রচারে থাকার জন্য আর কত কী করবেন?
আর এক জন নেটিজেন আবার এই রীতির সমর্থন করেছেন। তিনি লিখেছেন,‘দক্ষিণ গুজরাতে এই প্রকার রীতির প্রচলন আছে। ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন ঐ যুবক কিন্তু মোটেই ধূমপান করেননি। কেবল আচার–অনুষ্ঠানের জন্য সবটা করতে হয়েছে।
বিহারের বাসিন্দারা অবশ্য লিখেছেন তাদের রাজ্যেও বিয়ের সময় বর ও তার পরিবারের সদস্যদের পান, বিড়ি দেওয়ার রীতির প্রচলন আছে।
সূত্র: আনন্দবাজার
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel