বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচেই পরাজয়ের জেরে ইতালি জাতীয় দলের কোচের পদ থেকে বিদায় নিচ্ছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। রোববার মলদোভা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের বিদায়ের খবর নিজেই জানান স্পালেত্তি। আজ রাতের ম্যাচের পর ইতালির জাতীয় দলকে বিদায় জানাবেন ৬৬ বছর বয়েসী এই ট্যাকটিশিয়ান।
বিশ্বকাপ বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-০ গোলে লজ্জাজনক পরাজয় হজম করে ইতালি। এই এক ম্যাচে হারের পরেই বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় পড়ে যায় আজ্জুরিরা। ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটে আর তাই থাকা হচ্ছে না নাপোলিকে সিরিআ শিরোপা জেতানো স্পালেত্তি।
৬৬ বছর বয়সী স্পালেত্তি সংবাদ সম্মেলনে বলেন, “গত রাতেই প্রেসিডেন্ট গাব্রিয়েলে গ্রাভিনার সঙ্গে আমাদের আলোচনা হয়। তিনি আমাকে জানিয়েছেন, আমি আর জাতীয় দলের কোচ থাকছি না।”
তিনি আরও বলেন, “আমি নিজে থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা করিনি। আমি চাইতাম আমার দায়িত্বে থেকেই কাজ চালিয়ে যেতে। কাল রাতেও আমি দায়িত্বে থাকব মল্ডোভার বিপক্ষে, এরপর চুক্তির বিষয়টি চূড়ান্ত হবে।”
স্পালেত্তি ২০২৩ সাল থেকে ইতালির কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে ইতালি ইউরো ২০২৪-এ অংশ নেয়। যদিও শেষ ষোলোতেই তারা সুইজারল্যান্ডের কাছে বিদায় নেয়। জাতীয় দলের কোচ হিসেবে এখন পর্যন্ত ২৩টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে তার দলের জয় মাত্র ১১ ম্যাচে। স্বাভাবিকভাবেই ইতালিয়ান ফুটবল ফেডারেশন খানিক অসন্তুষ্ট ছিল তার প্রতি।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে স্পালেত্তি ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের সামনে থেকে উঠে চলে যান। তবে যাওয়ার আগে তিনি বলেন, “আমি এই জার্সিকে ভালোবাসি, এই কাজকে ভালোবাসি, এবং আমার খেলোয়াড়দেরও। কাল রাতের ম্যাচে আমি তাদের বলব, তারা যেন ঠিক সেটাই দেখাতে পারে, যা আমি তাদের কাছে চাইছিলাম। যদিও আমি তাদের সর্বোচ্চটা বের করে আনতে পারিনি।”
ইতালি বর্তমানে উয়েফা বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ আই-তে রয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নরওয়ে, মলদোভা, এস্তোনিয়া এবং ইসরায়েল। এখন পর্যন্ত নিজেদের প্রথম ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছে তারা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel