Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বরগুনার সর্বত্র বিদ্যুৎ সুবিধা
    বিভাগীয় সংবাদ

    বরগুনার সর্বত্র বিদ্যুৎ সুবিধা

    জুমবাংলা নিউজ ডেস্কMarch 12, 20204 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: বরগুনা জেলার প্রায় সর্বত্র, হোক সেটা প্রত্যন্ত সাগরপাড় কিংবা জঙ্গল, যেখানেই জনবসতি আছে সেখানেই বিদ্যুৎ বা সৌর বিদ্যুত পৌঁছে গেছে। সঞ্চালন লাইনের বিদ্যুত সুবিধার অপেক্ষারত স্থানীয় মানুষ সৌর বিদ্যুত ব্যবহার করছেন অনেক আগ থেকেই। ঘর-বাড়িতে, নদীতে-নৌকায় আলোর জন্য এ জেলার মানুষ এখন আর কেরোসিন পোড়েননা। সন্ধ্যায় কেরোসিনের কুপি বা হারিকেন জ্বালানো গত যুগের ঘটনা।

    সরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের ২০১৮ সালের জরিপ অনুযায়ি বরগুনায় কেরোসিনের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা ছিলো মোট জনসংখ্যার মাত্র ৯ শতাংশ। দু বছরে এ অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। পটুয়াখালী পল্লী বিদ্যুত বিভাগের প্রকৌশলী জামাল উদ্দিন বিশ্বাস জানিয়েছেন, আর মাত্র ৩ মাসের মধ্যেই অর্থাৎ ২০২০ সালের জুন মাসের মধ্যে বরগুনা জেলার প্রতিটি পরিবার বিদ্যুতের আওতায় আসবে। শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে।

    গত দু বছর ধরে এ অঞ্চলে লোডশেডিং নেই বললেই চলে। শহর ও গ্রামাঞ্চলের দোকান-পাট, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ভিন্ন কারণে বিদ্যুতের বিভ্রাট চলাকালীন আলোর চাহিদা মেটাতেও কেরোসিনের পরিবর্তে সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে ব্যাপক হারে। খোঁজ নিয়ে দেখা গেছে, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী দপ্তরগুলোর মতো জরুরী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুতের পাশাপাশি সৌরশক্তির ব্যবহার বেশ পুরাতন। এ অঞ্চলে বিদ্যুত সরবরাহকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতের অফিসগুলোতেও সৌর শক্তি ব্যবহার করা হচ্ছে। জেলার বিভিন্ন শহর বন্দরের সড়ক, ফেরীঘাটগুলোর মতো গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুতের বাতির পাশাপাশি সৌর শক্তির সড়কবাতি অন্ধকার দূর করছে। মোট কথা জেলার প্রতিটি কোনে বিদ্যুত সুবিধার কারণে প্রত্যন্ত অঞ্চলের লোকজনও উন্নত জীবনের ছোঁয়া পাচ্ছেন। শিক্ষা ব্যবস্থা, তথ্য প্রাপ্তি ও প্রদান, যোগাযোগে তারা শহুরে মানুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছেন।

       

    সরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের তথ্য অনুযায়ী, কেরোসিনের দাম এক টাকা বাড়লে আলোর জন্য জ্বালানি তেলের উপর নির্ভরশীল শিক্ষার্থীদের ৩ মিনিট সময় নষ্ট হয়। দাম দুই টাকা বাড়লে ৬ মিনিট লেখাপড়া সময় নষ্ট হয়। বিদ্যুত সুবিধা প্রাপ্তির সুবাদে শিক্ষার মানে বরগুনা জেলার অবস্থান খুবই সুসংহত। সারা দেশে প্রাথমিকে গত দু বছরে বরগুনা জেলা থেকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষায় বরগুনা জেলার ফলাফল উল্লেখযোগ্য হারে ভালো। স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা এনএসএসর নির্বাহী পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পান্না বলেন, বিদ্যুত ও সৌরশক্তির বিদ্যুত ব্যবহার করে প্রান্তিক মানুষের মধ্যে শিক্ষা ও সচেতনতা অনেক বেড়েছে। তারা দেশ-বিদেশের সমসাময়িক বিষয়গুলো স¤পর্কে প্রতিনিয়ত ওয়াকিবহাল হচ্ছেন।

    বিদ্যুতের বহমুখী ব্যবহার এতোটাই প্রসারিত হয়েছে যে, বরগুনার শহর বা গ্রামের সড়কগুলোতে কেবলই বিদ্যুতের রিচার্জেবল ব্যাটারির ইঞ্জিনে রিকশা, ভ্যান, অটো চলছে। সম্প্রতি চার চাকার প্রাইভেট কার নব সংযোজন। বিদ্যুতের রিচার্জেবল ব্যাটারির ইঞ্জিনে নদীতে ট্রলারও চলছে।

    আমতলী সরকারি ডিগ্রি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক উত্তম কুমার কর্মকার জানিয়েছেন, বিদ্যুত ও সৌর শক্তির ব্যবহার জ্বালানি তেলের চাহিদা থেকে আমাদের মুক্তি দিচ্ছে। শুধু গ্রামই নয় জেলার ছয়টি উপজেলা শহরে বিদ্যুতের পাশাপাশি মানুষের নিত্য কাজেও সৌর শক্তির নিয়মিত ব্যবহার চোখে পড়ার মতো। কৃষি জমিতে সৌর সেচ পদ্ধতি চালু হয়েছে ১০ বছর আগেই। রাতে বাতি জ্বালানোসহ বৈদ্যুতিক পাখা (ছোট ডিসি ফ্যান) ও টেলিভিশন চালানোর মতো সুবিধা পাওয়ায় সৌরশক্তি এ অঞ্চলে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া যেসকল এলাকায় বিদ্যুত পৌঁছাতে এখনও কিছুটা সময় সাপেক্ষ সেই এলাকাগুলোতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত সকলেই সৌর শক্তি ব্যবহার করছেন। সৌরশক্তির ব্যবহারে নতুন মাত্রা যোগ করেছেন পপকর্ন বিক্রেতারা। পপকর্ন বিক্রয় ভ্যানে সৌরপ্যানেল ও ব্যাটারির সাহায্যে মোটর চালনা করা হচ্ছে। স্থানীয় জেলে নৌকা বা খেয়াঘাটের নৌকা ও ট্রলারেও সৌর প্যানেল দেখা যায় হামেশাই। হাঁস-মুরগীর খামারে জ্বলছে সৌরবাতি। সৌর শক্তিকে ব্যবহার করে বরগুনার কৃষকরা চাষাবাদ করছেন। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ২০১০ সাল থেকে বরগুনায় ৬ টি গ্রামে ৬টি সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম ৪০ একর করে জমিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি সরবরাহ করে যাচ্ছে। সূর্যালোকের সাহায্যে ফসলী জমিতে এ সেচ ব্যবস্থা কৃষকদের জ্বালানি তেল বা বিদ্যুতের উপর নির্ভরশীলতার হাত থেকে বাঁচিয়েছে।

    কর্মীদের খবর দিলেই বাড়িতে লাগিয়ে (স্থাপন) দিয়ে যায়। খরচও তুলনামূলক অনেক কম। ছোট-বড় প্রায় শতাধিক বেসরকারী প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে জেলার গ্রাহকদের সৌরশক্তি ব্যবস্থার চাহিদা পূরণ করছে। ঐ প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকজন বিপণন কর্মকর্তা আলাপকালে জানান, মাত্র তিন হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা ব্যয়ে চাহিদা ও বিদ্যুত ক্ষমতা অনুযায়ী সৌর শক্তি ব্যবস্থা স্থাপন (ইনস্টল) করেন তারা। মোট দামের ২০ থেকে ৩০ শতাংশ টাকা এককালীন পরিশোধ করে বাকি টাকা ৩০ থেকে ৪০ কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকায় সৌর শক্তি ব্যবস্থা গ্রাহকদের কাছে বেশ সুবিধাজনক ও ব্যবহারযোগ্য হয়েছে।

    “এখন সাগরপাড়ের মানুষও কেরোসিনের কুপি বাদ দিয়ে রাতে বিদ্যুতের বা সৌর বিদ্যুতর আলোয় কাজ করছে। বিনোদন ও শিক্ষার জন্য টেলিভিশন দেখছে। ” জানালেন, বর্তমান জেলা চেয়ারম্যান ও বরগুনা ১ আসনের সাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেন।

    বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শ¤ু¢ বলেন, প্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ দ্রুত উপকূলীয় এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করছে। প্রতিটি এলাকায় ডিজিটাল সুবিধা পৌঁছে যাচ্ছে। এভাবেই দেশ এগিয়ে যাচ্ছে। সূত্র: বাসস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    বরগুনার বিদ্যুৎ বিভাগীয় সংবাদ সর্বত্র, সুবিধা
    Related Posts
    মাদকদ্রব্য

    যশোরে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ভারতীয়-বাংলাদেশি নাগরিক আটক

    September 27, 2025
    Doulatpur

    শ্রমিক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভারাইল

    September 27, 2025
    Manikganj

    হত্যা চেষ্টার আসামী ছাত্রলীগ-যুবলীগ নেতারা এখন ছাত্রদল-যুবদলে

    September 27, 2025
    সর্বশেষ খবর
    সানাউল্লাহ

    পক্ষপাতমূলক দুষ্ট নির্বাচনের জন্য ইসি আপনাদের চাপ দেবে না: ইসি সানাউল্লাহ

    Cyber

    ১৮ নার্সারির ৮ হাজারের বেশি শিশুর তথ্য চুরি করে নিল ভয়ংকর হ্যাকার গ্রুপ

    Matthew McConaughey mother reconciliation

    Matthew McConaughey Reveals How He Healed a Decade-Long Rift With His Mother

    ওয়েব সিরিজ

    রাত জাগানো রোমান্স! নতুন ওয়েব সিরিজ নিয়ে উত্তেজনা, একা দেখার মজা দ্বিগুণ

    Makena White death

    Makena White Death: PGA Star Jake Knapp’s Girlfriend Spoke Publicly About Heart Condition

    পুরুষকে পাগল

    মেয়েদের এই গোপন জিনিসটি পুরুষকে পাগল করে দেয়

    FBI agent terminations

    FBI Agent Terminations Follow Controversial Kneeling Incident

    Tesla Pi Phone

    Tesla Pi Phone: Unpacking the Viral $789 Rumor and Musk’s Denial

    California Lottery Mega Millions

    Mega Millions Jackpot Results & Winning Numbers for Sept. 26, 2025: Did Anyone Win Last Night’s Mega Millions Lottery?

    US revokes Colombian president visa

    US Revokes Colombian President Visa Following New York Protest Speech

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.