জুমবাংলা ডেস্ক : বরগুনায় এক কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম হাঁকা হয়েছে ৫ হাজার ৭০০ টাকা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরগুনা পৌর খুচরা মাছ বাজারে ওই মাছটি ওঠে। তবে অতিরিক্ত দামের কারণে মাছটির ক্রেতা মেলেনি।
জানা যায়, বৃহস্পতিবার বরগুনার বিষখালী নদীতে জেলেদের জালে ধরা পড়ে ইলিশটি। পরে পৌর মাছ বাজারের আড়ত থেকে অনেক চড়া দামে মাছটি কিনে আনেন খুচরা মাছ ব্যবসায়ী পনু জমাদ্দার।
এক কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছটির কেজি হাঁকা হয় ৩ হাজার টাকা। এতে মাছটির দাম পড়ে ৫ হাজার ৭০০ টাকা।
বর্তমানে উপকূলীয় জেলা বরগুনায় ইলিশের আকাল চলছে। সাগর ও নদী কোথাও ইলিশ ধরা পড়ছে না। স্থানীয় বাজারে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশের কেজিও ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
বরগুনা পৌর মাছ বাজারের খুচরা মাছ বিক্রেতা পনু জমাদ্দার জানান, বিষখালী নদীর মাছ সুস্বাদু হওয়ায় দাম একটু বেশি হয়ে থাকে। বড় আকারের ইলিশ সাধারণত ধরা পড়ে না। বিষখালী নদীর বড় ইলিশের চাহিদা সব সময় অনেক বেশি থাকে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বাজার মনিটরিং এবং দাম নির্ধারণ করা আমাদের কাজ না। তাছাড়া জেলেরা একটু বেশি দামে মাছ বিক্রি করলে এটা আমাদের সার্থকতা। কারণ মাছ বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।