
বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে ছুরিকাঘাতে সজিব বেপারী (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ছোট পুইয়াউটা গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত সজিব বেপারী একই গ্রামের আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে এবং বাকেরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাতে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সকালে সজিবকে তার চাচাতো ভাই ফ্লেক্সিলোডের জন্য দোকানে পাঠান। কিছুক্ষণ পরে বাড়ির পাশের রাস্তায় সজিবকে মারধর করা হচ্ছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সজিবকে প্রতিবেশী পরিমল সরকারের ছেলে সুব্রত সরকার মারধর করছে। একপর্যায়ে সজিব মাটিতে লুটিয়ে পড়লে সুব্রত ও তার সহযোগী পবিত্র দৌড়ে পালিয়ে যায়। পরে সজিবকে ছুরিকাঘাত অবস্থায় পেয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে এ পর্যন্ত সাত জনকে আটক করেছে পুলিশ।
নিহতের চাচাতো ভাই মো. বশির আলম জানান, জমিজমা নিয়ে প্রতিবেশী শখানাথ সরকার ও সুমন সরকারদের সাথে তাদের পরিবারের বিরোধ ছিল। এর জের ধরে সজিবের ওপর হামলা চালানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।