বরিশালের হিজলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। দীর্ঘ ১২ বছর পর এই রায় ঘোষণা করা হলো।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কবীর আকন ও জব্বার ব্যাপারি, যারা হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোখলেচুর রহমান বাচ্চু জানিয়েছেন, ২০১৩ সালের ২৮ জুলাই খাদিজা নামের ওই তরুণী বাড়ি ফেরার পথে পাশের একটি বাগানে আসামিদের দ্বারা ধর্ষিত হন। এরপর তাকে হত্যা করে খালে ডুবিয়ে লাশ গুম করা হয়। খাদিজার মামা মোক্তার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
পুলিশ ঘটনার তদন্ত শেষে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১২ বছর চলা তদন্ত ও সাক্ষ্যগ্রহণের পর আদালত মোট ১৮ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছে।
সোনারগাঁওয়ে গ্যাস লাইনে বিস্ফোরণ: বাবা-মার পর মেয়েও মৃত্যু
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।