জুমবাংলা ডেস্ক: বরিশালের নাজির মহল্লা এলাকায় আনুষ্ঠানিকভাবে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়েছে।
সোমবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নগরের এ বিয়ে হয়।
দুই কনে হলেন- সোনালি কর্মকার সোনা ও রুপালি কর্মকার রূপা। তারা বরিশাল নগরের নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের মেয়ে।
অন্যদিকে যমজ বর হলেন পিরোজপুরের স্বরূপকাঠি থানা এলাকার ইন্দেরহাট এলাকার স্বর্গীয় নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার ও কাজল কর্মকার।
বিয়ের অনুষ্ঠানে আসা স্বজন রতন ঢালী জানান, সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ, যা সুষ্ঠুভাবে এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হয়েছে।
যমজের সঙ্গে যমজের বিয়ে বিষয়টি ভিন্ন রকম। অনেক লোক এসেছে বিয়ে দেখতে। কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়েও একনজর দেখতে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


