শুভব্রত দত্ত, বাসস : শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নগরীকে মডেল নগরী হিসেবে গড়ে তুলতে ও নগরবাসীর উন্নয়নে কাজ করছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
বিসিসি-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ভৌত অবকাঠমো উন্নয়নে প্রকৌশল বিভাগের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করে টেকসই উন্নয়ন কর্মপরিকল্পনার ভিত্তিতে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট ও অন্যান্য ভৌত অবকাঠমো নির্মাণ হচ্ছে। “আমরাই গড়বো আগামীর বরিশাল” এ স্লেøাগানকে সামনে রেখে বিসিসি-এর বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সুনির্দিষ্ট নেতৃত্বে সুপরিকল্পিত মডেল নগরী গড়ে তোলার লক্ষ্যে বিসিসি’র সকল কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছে।
সূত্র আরো জানায়, জার্মান উন্নয়ন ব্যাংক (কেএফডাব্লিউ)-এর ৮০ ভাগ অর্থায়নে ও ২০ ভাগ সরকারী অর্থায়নে বিসিসি কর্তৃপক্ষ নগরীর যানজট নিরসন ও জনকল্যাণমুখী যে সব প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে। যথাক্রমে, প্রায় ১০ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ৫ নং ওয়ার্ডস্থ নগরীর পলাশপুর সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্প (সম্পন্ন) এবং ভাটিখানা সড়ক ও ড্রেন সংস্কার প্রকল্পের কাজ (সম্পন্ন)। বিসিসি’র নিজস্ব অর্থ্যায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নগরীর সোনালী আইসক্রিম মোড় সড়ক সংস্কার (চলমান), প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বান্দ রোড সড়ক সংস্কার (চলমান) কাজ ও প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এ্যাপোল সড়ক নির্মাণ প্রকল্প (চলমান), প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সেবক কলোনী নির্মাণ প্রকল্প (সম্পন্ন), প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নগরীর চৌমাথা সিএমবি সড়কে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক নির্মাণ কাজ (চলমান), ২ কোটি টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরসড়কস্থ (সদর রোড) ৭ তলা সুপার মার্কেট নির্মাণ কাজ (চলমান), শত বছরের ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা নগরীর অশ্বিনী কুমার হল সংস্কার ও সৌন্দর্য বর্ধনে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে টাউন হলটি আধুনিকায়নের লক্ষ্যে সংস্কার কাজ করছে বিসিসি ও নগরীর যানজট নিরসনে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল মহাসড়কে সাগরদী বেইলি ব্রীজ নির্মাণ প্রকল্প (সম্পন্ন)। এ বেইলি ব্রীজ নির্মাণ প্রকল্পটি বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবুল্লাহ অনুরোধে সড়ক ও জনপথ বিভাগ সহযোগতিা করে।
এছাড়াও সদর উপজেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার ব্যাক্তিগত অর্থায়নে ঐতিহ্যবাহী চরকাউয়া খেয়াঘাট নির্মাণ ও সৌন্দর্য বর্ধনে একটি খেয়াঘাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। যা বর্তমানে দৃষ্টিনন্দন পার্কে পরিণত হয়েছে। খেয়াঘাটের উপর অংশ ও যাত্রীছাউনী সাজানো হয়েছে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক গাছ, ফ্লোর টাইলস, নানা রং’র আলোকসজ্জার মাধ্যমে। অবহেলিত চরকাউয়া খেয়াঘাটটি এখন শুধু খেয়া পাড়াপারের স্থান নয়, এটি এখন পরিণত হয়েছে এক বিনোদন কেন্দ্রে।
এবিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশার বলেন, বিসিসি’র বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়রের দায়িত্ব গ্রহন করার পর থেকে নগরীর বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে।
নগরীর দুূর্বিসহ যানজট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করেই মেয়র দ্রুত নগরীর সাগরদী বেইলি ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তার নির্দেশে সড়ক জনপদের সহযোগিতায় মূল সেতুর পাশে স্টিলের দুটি বেইলি ব্রজ দ্রুত সময়ের ভেতর শেষ করা হয়। বর্তমানে এ সড়কটিতে যানজট অনেকাটা কম। অপরদিকে, বরিশালের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নিজ অর্থায়নে চরকাউয়া খেয়াঘাটের উন্নয়ন এবং সংরক্ষণের উদ্যোগ নেন তিনি।
এ প্রসঙ্গে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিনিয়র আইনজীবি একেএম জাহাঙ্গির বলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচিত হওয়ার পর নগরীর বেশ কয়েকটি রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ কাজ জরুরী ভিত্তিতে টেকসই সংস্কার করেছেন। আর এ নির্মাণ কাজে আনা হয়েছে আমূল পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়া। বর্তমান মেয়র নগরবাসীরকে সাথে নিয়ে অদূর ভবিষ্যতে বরিশাল নগরীকে একটি আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তুলতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।