আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ব্রিটিশ দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দূতাবাস সরিয়ে দেওয়ার দুই মাস পর ফের সেখানে ফের দূতাবাস খুলছে ব্রিটেন। খবর বিবিসি’র।
আজ শুক্রবার (২২ এপ্রিল) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফেব্রুয়ারিতে দূতাবাস বন্ধ হওয়ার পর থেকে ইউক্রেনে ব্রিটিশ কূটনৈতিকরা উপস্থিতি থাকলেও ব্যক্তিগতভাবে কনস্যুলার সহায়তা দিচ্ছে না যুক্তরাজ্য।
কিয়েভে দূতাবাস বন্ধ করে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর (এফসিডিও) জানিয়েছিল, দূতাবাসটি অস্থায়ীভাবে স্থানান্তরিত হচ্ছে এবং কর্মীরা পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভের একটি দূতাবাস অফিস থেকে কাজ করছে।
তবে ইউক্রেনের প্রতিরোধের মুখে কিয়েভের আশেপাশের অঞ্চল থেকে রাশিয়ান বাহিনীকে প্রত্যাহার করার পরে দূতাবাসটি পরের মাসের শুরুতে পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।
এই মাসের শুরুর দিকে কিয়েভে অঘোষিত সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী তার ভারত সফরের সময় একটি সংবাদ সম্মেলনে কিয়েভে দূতাবাস খোলার ঘোষণা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।