আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বর্ধমানের রেল স্টেশন ভবনের একাংশ হঠাৎ ধসে পড়েছে। এতে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া অনেকেই ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে বর্ধমানের রেল স্টেশন ভবন হঠাৎ ভেঙে পড়লে আহতের এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্ধমানের রেলস্টেশনের প্রধান ভবন ধসে পড়ে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে রেল কর্মকর্তারা আশঙ্কা করেছেন। তবে ঘটনাস্থল থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ভবন ধসের পর বর্ধমান রেল স্টেশনে রেল চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পুলিশসহ উদ্ধারকারী কর্মীদের মোতায়েন করা হয়। দেশটির ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দেশটির পূর্বাঞ্চলীয় রেলওয়ে সূত্রের বরাত দিয়ে ভারতের সরকারি বার্তাসংস্থা পিটিআই বলছে, ধ্বংসস্তুপের নিচে আটকা পড়াদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
তবে জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্ধমান রেল স্টেশনের প্রধান প্রবেশপথ ধসে পড়ে দুজন আহত হয়েছেন। ধ্বংস্তুপের নিচে অল্প কয়েকজন আটকা পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন রেলওয়ে কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।