জুমবাংলা ডেস্ক : নওগাঁর সাপাহারে এক নারীকে (৩৩) অমানবিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সাপাহার থানায় বাদী হয়ে মামলা করেন নির্যাতিতা নারীর ছোট ভাই।
দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে রায়পুর গ্রামের ওই নারী রাজহাঁস চরানোর জন্য বাড়ির পাশে কবরস্থানের নিকট জনৈক দেলোয়ার হোসেনের আমবাগানে যান। এ সময় পারিবারিক কলহের জের ধরে মামলার আসামি মতিবুর, রমজানসহ আরো দু-তিনজন মিলে তাকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে পেটাতে শুরু করে।
এতে তার ডান কোমরের ওপরে আঘাত পেয়ে কালসিটে জখম হয়। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে মতিবুর তার চুলের মুঠি ধরে মাঠিতে ফেলে দেয়। এ সুযোগে মামলার অন্যান্য আসামি রমজান, আ. রহমান, জোসনা ও রুনা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে কোমরে, মাথায়, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক জখম করে। পরে কাজলের পরিহিত কাপড় টেনেহিঁচড়া প্রায় বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন ও শ্লীলতাহানি ঘটায়।
নির্যাতিতা নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে নির্যাতিত ওই নারী সেখানে চিকিৎসাধীন। এদিকে বড় বোনের ওপর এই অমানুষিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করে চরম বিপাকে পড়েছে ছোট ভাই ও তার পরিবার। বাদী জানান, মামলা তুলে না নিলে আসামিগণ প্রকাশ্য তাকেও মারধরসহ মিথ্যা মামলা দায়েরের হুমকি দিচ্ছে।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার পর নির্যাতিতার ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করলে বিষয়টি আমলে নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।