লাইফস্টাইল ডেস্ক : তৈলাক্ত ত্বকের হাজারো সমস্যা। বিশেষ করে বর্ষাকালে। তেলে জলে যে মোটে মিশ খায় না, যাদের ত্বক তেলতেলে এই মরসুমে তারা বিষয়টি আরও ভালো বোঝেন। আর্দ্রতার কারণে এই সময় ত্বক আরও তেলচিটে মনে হয়। সবসময় একটা অস্বস্তি কাজ করে। তবে ঘরোয়া কিছু উপায় আপনার ত্বকের অতিরিক্ত তেল কমাতে পারে।
১. প্রথমেই বলতে হয় গরম জলের কথা। না কখনওই সেই জল এতটা গরম করবেন না যে ত্বকের ক্ষতি হয়। কিন্তু হালকা গরম জলে মুখ ধুয়ে নিন, দেখবেন ত্বকের তৈলাক্তভাব অনেকটাই কম মনে হবে।
২. নিয়মিত ত্বকের স্ক্রাব করুন। আমরা জানি রোজ স্ক্রাবার ব্যবহার করা ত্বকের জন্য মোটেই ভালো নয়। তাই এক্ষেত্রে দোকান থেকে কেনা স্ক্রাবার ব্যবহার করবেন না। টমেটোর গোল টুকরো নিয়ে তার উপর চিনি ছড়িয়ে স্ক্রাব করুন। ওটমিল গুঁড়োও স্ক্রাবার হিসাবে খুবই ভালো।
৩. ত্বকের ত্বৈলাক্তভাব কমাতে বেসন, দুধ, লেবু ও মধুর পেস্টও খুব কাজ করে। যেমনভাবে ফেসপ্যাক লাগান, এই পেস্টটিও সেভাবেই ব্যবহার করুন। শুকিয়ে গেলে ইষৎ উষ্ণ পানিতে মুখ ধুয়ে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।