লাইফস্টাইল ডেস্ক : বর্ষাকালে ঠিকমতো চুলের যত্ন নেওয়া একটা বড় সমস্যা। ভেজা চুল অনেক সময়ই শুকোতে চায় না। আর সময়ের অভাবে কখনও বা ভেজা চুল বেঁধেই বেরিয়ে পড়তে হয়। ফলে চুলে নানারকম সমস্যা দেখা দেয়। তার মধ্যে সবথেকে বড় সমস্যা চুলে জট পড়ে যাওয়া। কিন্তু চুলকে সেভাবে রাখলে আর দেখতে হবে না! তাই বর্ষায় চুলে যাতে জট না পড়ে, সেদিকে খেয়াল রাখাটা জরুরি। কী করবেন?
মাথার স্কাল্পে তেল লাগিয়ে হাল্কা করে ম্যাসাজ করে নিন। তবে এইভাবে বেশিক্ষণ রাখবেন না। দু’এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। তেল বেশিক্ষণ রাখলে ধোয়ার পরও জট পড়তে পারে।
বর্ষায় চুল সহজেই তৈলাক্ত হয়ে যায়। তাই বলে প্রতিদিন চুল শ্যাম্পু করা ঠিক না। তবে চুল ধোয়াটাও জরুরি।
বৃষ্টিতে ভিজে গেলে সম্ভব হলে সঙ্গে সঙ্গেই চুল ধুয়ে নিন। বৃষ্টির পানিতে স্কাল্পে ব্যাক্টেরিয়া সৃষ্টি করতে পারে এবং ভেজা চুল বেঁধে রাখার কারণে আগা ফাটতে পারে ও রুক্ষতার সমস্যাও দেখা দিতে পারে।
চুল পরিষ্কার করার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। এটা চুলের রুক্ষ ও কোঁকড়াভাব দূর করে।
চুলের অবস্থা খুব বেশি খারাপ থাকলে ব্লো ড্রাই ব্যবহার না করাই ভাল। এতে চুলের ক্ষতি হতে পারে। চুল ধোয়ার পরে সিরাম ব্যবহার করা ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।