লাইফস্টাইল ডেস্ক : বর্ষাকালে অন্যতম বড় সমস্যা জামা-কাপড় শুকনো রাখা। এই বৃষ্টি, এই রোদ, আর ভেজা-ভেজা জামাকাপড়। কড়া রোদ না থাকায় জামাকাপড়েও স্যাঁতস্য়াঁতে একটা গন্ধ থাকে। তবে বেশ কিছু উপায় আছে, যা অবলম্বন করলে এই গন্ধ সহজে দূর করা সম্ভব। কী করবেন?
ভিনিগার
জামাকাপড় কাচার পর সঙ্গে সঙ্গে শুকতে দেওয়ার দরকার নেই। ডিটারজেন্টে ধোওয়ার পরে হাফ বালতি জলে ২ টেবিল চামচ ভিনিগার দিয়ে তাতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন জামাকাপড়। তারপর মেলে দিন। খেয়াল করবেন কোনও গন্ধ নেই।
ডেটল
ডেটলজলও গন্ধ দূর করার ক্ষেত্রে কাজ দেয় খুব ভাল। জামাকাপড় ধুইয়ে ডেটল পানিতে দশ মিনিট ডুবিয়ে রাখুন, দেখুন তাতে সুগন্ধই পাবেন। আর রোদে শুকতে না পারলেও কোনও জীবাণু বাসা বাঁধতে পারবে না।
ধূপের ধোঁয়া
বর্ষাকালে জামাকাপড়ের ভ্যাপসা গন্ধ দূর করতে হলে ধূপকাঠির ধোঁয়াকে কাজে লাগান। ভেজা জামাকাপড় এমন জায়গায় মেলুন, যেখানে ধূপের ধোঁয়া ছড়িয়ে পড়ে। তাহলে জামা কাপড়ে ভ্যাপসা গন্ধের বদলে আসবে সুন্দর গন্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।