স্পোর্টস ডেস্ক: প্যারিস সেন্ট জাঁর্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার যুক্তরাষ্ট্রভিত্তিক মেজর লিগ সকারে (এমএলএস) খেলার মাধ্যমে ক্যারিয়ারকে বিদায় জানাতে চান।
২০২৫ সাল পর্যন্ত প্যারিসের জায়ান্টদের সাথে নেইমারের চুক্তি রয়েছে। পিএসজির চুক্তি শেষে নিজ ঘরে ফিরে না গিয়ে যুক্তরাষ্ট্রে খেলার ইচ্ছা পোষন করেছেন নেইমার। এ সম্পর্কে ৩০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলেন, ‘আমি জানি না আবারো ব্রাজিলে খেলার ইচ্ছা আমার আছে কিনা। এ ব্যপারে কিছুটা সন্দেহ রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি আমি যুক্তরাষ্ট্রে খেলতে চাই। অন্তত এক মৌসুম হলেও আমি সেখানে খেলতে চাই। সবচেয়ে বড় কথা হলো সেখানকার মৌসুম বেশ ছোট, যে কারণে আমি অন্তত তিন মাসের ছুটি পাবো।’
বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার বলেছেন এখনো ক্যারিয়ার শেষের বিষয়ে কোন চিন্তা তার মাথায় নেই। কিন্তু পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন। এ সম্পর্কে নেইমার বলেন, ‘আমি প্রায়ই আমার বন্ধুদের সাথে মজা করে বলি ৩২ বছর বয়সে আমি অবসরে যাব। কিন্তু এটা কেবলই মজার ছলে বলা, আমি সত্যি এ বিষয়ে জানিনা। মূলত মানসিক ভাবে যতদিন ফিট থাকবো ততদিন খেলে যাবো। আমার মানসিক স্বাস্থ্য যদি ঠিক থাকে তবে শারিরীক ভাবেও আমি সুস্থ্য থাকবো। আমার কাছে মানসিক দিকটি জরুরী।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।