বিনোদন ডেস্ক: প্রায়ই বলিউড তারকাদের বিলাসবহুল ও দামি বাড়ির খবর চর্চায় আসে। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান পর্যন্ত ইন্ডাস্ট্রির সুপারস্টারদের মুম্বাইয়ে একের পর এক বিলাসবহুল বাড়ি রয়েছে। যার দামও কোটি কোটি টাকা। কিন্তু আজ এই প্রতিবেদনে আমরা এমনই কিছু বলিউড সেলিব্রিটিদের সম্পর্কে জানব, যারা ভারতের পাশাপাশি বিদেশেও বিলাসবহুল বাড়ি কিনেছেন।
1) অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
অমিতাভ বচ্চনের ‘প্রতিক্ষা’ এবং ‘জলসা’ নামে বিখ্যাত বাংলো রয়েছে মুম্বাইয়ে। আসলে বলিউডের এই প্রবীণ তারকা সম্পত্তি কেনা তে প্রচুর বিনিয়োগ করেছেন। ভারতের বাইরে প্যারিসেও তার একটি বাড়ি রয়েছে।
2) সালমান খান (Salman Khan)।
মুম্বাইতে সালমান খানের দুটি বাড়ি রয়েছে। এই অভিনেতা তার পরিবারের সাথে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। এছাড়াও পানভেলে তার একটি খামারবাড়ি রয়েছে। বিদেশে সালমানের বাড়ির কথা বলতে গেলে দুবাইয়ের বুর্জ খলিফার কাছে একটি বাড়ি কিনেছেন তিনি।
John Abraham
3) জন আব্রাহাম (John Abraham)।
সবাই জানেন যে জন আব্রাহাম বাইকের একজন বড় ভক্ত। অভিনেতার বাড়ির কথা বললে, মুম্বাই ছাড়াও লস অ্যাঞ্জেলেসেও একটি বাড়ি রয়েছে এই অভিনেতার।
4) শাহরুখ খান (Shahrukh Khan)।
মুম্বাইয়ের অন্যতম দামি বাড়ি ‘মান্নাত’-এ বসবাসকারী শাহরুখ খানের বিদেশে দুটি বাড়ি রয়েছে। দুবাইয়ে কিং খানের বাড়ি আছে। এছাড়া তিনি লন্ডনে 187 কোটি টাকার বাড়ির মালিকও।
5) প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাসের লস অ্যাঞ্জেলেসে 144 কোটি টাকার একটি সুন্দর বাড়ি রয়েছে। এছাড়া মন্ট্রিলে একটি বাড়ি রয়েছে এই অভিনেত্রীর।
6) সাইফ আলী খান এবং কারিনা কাপুর (Saif Ali Khan and Kareena Kapoor)।
বলিউডের দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর সুইজারল্যান্ডে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। এই দম্পতিরা প্রায়ই তাদের ছুটি কাটাতে এই বাড়িতে যান।
7) অক্ষয় কুমার (Akshy Kumar)।
মুম্বাইতে একটি প্রাসাদ বাড়ি ছাড়াও বিদেশে অক্ষয় কুমারের দুটি বাড়ি রয়েছে। কানাডার টরন্টোতে পুরো পাহাড়ি এলাকা ঘুরেছেন বলিউডের এই খিলাড়ি। যেখানে তার অনেক বাড়ি ও বাংলো রয়েছে। এ ছাড়া মরিশাসে একটি বাংলোও কিনেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।