বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমারকে নকল করলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার তারকা ব্য়াটার ডেভিড ওয়ার্নারের ভারতে বড় ভক্ত সংখ্যা রয়েছে। ওয়ার্নার শুধুই ব্যাট হাতে ঝড় তোলেন না, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত চার-ছক্কা হাঁকান অবলীলায়। বিভিন্ন রূপে ধরা দিয়ে ফ্যানদের মন জয়ে করে নেওয়ার মন্ত্র জানেন তিনি।

ওয়ার্নার কখনও ফেস সোয়াপিং অ্যাপের মাধ্যমে অভিনেতাদের মুখের আদল নিজের মুখে বসিয়ে নেন, তো কখনও ইনস্টাগ্রামে নেচে-গেয়ে মাতিয়ে দেন। এবার ওয়ার্নার বেছে নিয়েছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারকে। অক্ষয়ের আসন্ন ছবি ‘বচ্চন পাণ্ডে’। ফারহাদ সামজি পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবির টাইটেল ট্র্যাক ‘মার খায়েগা’ ইতিমধ্যেই হিট। সেই গানেই লিপ মিলিয়ে অভিনয় করে দেখালেন ওয়ার্নার।

এই ভিডিও পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যে লক্ষাধিক লাইক দিয়ে ভালবাসা জানিয়েছেন ফ্যানরা। ওয়ার্নার অক্ষয় কুমারকে ইনস্টাগ্রামে ট্যাগ করে জানতেও চেয়েছেন যে তিনি কেমন অভিনয় করেছেন? ওয়ার্নার এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাকিস্তানে সফররত। ১৯৯৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। দুই দেশ পূর্ণাঙ্গ সিরিজে তিনটি টেস্ট, সমসংখ্যক ওয়ানডে ম্য়াচ ও একটি টি-২০ খেলবে। আগামী ৪ মার্চ অর্থাৎ শুক্রবার রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া।

প্রিয়াঙ্কা থেকে দীপিকা, আলিয়ার ‘গঙ্গুবাই’ ফিরিয়ে দিয়েছিলেন নামকরা যেসব নায়ক-নায়িকারা