বিনোদন ডেস্ক : টানা শুটিং ব্যস্ততার ক্লান্তি ভুলতে তারকাদেরও ছুটি নিতে হয়। কেউ যান পাহাড়ে, কেউ সৈকতে। তারকাদের প্রিয় গন্তব্যের হালহকিকত নিয়ে এই লেখা। কভিডের কারণে প্রায় সব দেশেই ছিল ভ্রমণ নিষেধাজ্ঞা। ছিল কোয়ারেন্টিনসহ নানা শর্ত। তবে দক্ষিণ এশিয়ার পর্যটননির্ভর দেশ মালদ্বীপে সেসবের বালাই ছিল না। তারা দুয়ার খুলে রেখেছিল পর্যটকদের জন্য। তাই গেল দুই বছরে সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, কিয়ারা আদভানি থেকে কারিনা কাপুর খানদের প্রিয় গন্তব্য হয়ে ওঠে এই দ্বীপ দেশটি। কেউ কেউ একাধিক কেন তারও বেশিবার গেল দুই বছরে মালদ্বীপ গেছেন। মূল কারণ মুম্বাই থেকে দেশটি যথেষ্ট কাছে আর অবশ্যই কভিডজনিত কোনো বিধি-নিষেধ না থাকা।
জেসিকা অ্যালবা : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণ সেন্ট জিন বিচ। জেসিকা অ্যালবা তো বটেই, হলিউডের অন্য অনেক তারকারই পছন্দের গন্তব্য এটা। জেসিকা বছরে অন্তত একবার এই দ্বীপে যান। তিনি ছাড়াও গায়িকা বিয়ন্সেকেও এখানে প্রায়ই দেখা যায়। সেন্ট জিন বিচ যুক্তরাষ্ট্র থেকে খুব বেশি দূরে নয়, হলিউড তারকাদের প্রিয় গন্তব্য হওয়ার এটাও একটা কারণ।
নারগিস ফাখরি : ঘোরাঘুরি তাঁর কাছে অভিনয়ের মতোই গুরুত্বপূর্ণ। এমনিতে কর্মসূত্রে মুম্বাই আর বাসসূত্রে নিউ ইয়র্ক আসা-যাওয়াতেই অনেকটা সময় কেটে যায় নারগিস ফাখরির। তার পরও নিয়মিতই তিনি ঘুরতে বের হন। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, কখনো ভ্রমণ তাঁর কাছে অভিনয়ের চেয়েও গুরুত্বপূর্ণ। ‘বলিউডে বড় অভিনেত্রী হব—এমন স্বপ্ন আমার নেই। ভ্রমণ আমার কাছে নেশার মতো। সারা দুনিয়া ঘুরে বেড়াতে চাই, এর ফাঁকে কিছু ছবি করতে পারলেই খুশি থাকব,’ বলেন নারগিস। মরিশাস অভিনেত্রীর প্রিয় গন্তব্যগুলোর একটি। প্রায়ই এখানকার সমুদ্রসৈকতে নার্গিসের বিকিনি পরা ছবি দেখা যায়।
জর্জ ক্লুনি : অভিনেতা জর্জ ক্লুনি নির্জনতায় ছুটি কাটাতে পছন্দ করেন। ইতালির লেক কমোর ঠিক পাশেই তাই কিনেছেন আঠারো শতকের ভিলা। শান্ত লেকের মাঝে পড়ন্ত বিকেল দেখে সময় কাটানোই তাঁর কাছে অবকাশ যাপনের সেরা উপায়। শুধু ক্লুনি নন, একই পন্থা অবলম্বন করেন ব্র্যাড পিট, ম্যাট ডেমনও। ইউরোপের নানা প্রান্তে বাড়ি আছে তাঁদের।
শাহরুখ খান : পছন্দের অবকাশ যাপনের জায়গায় প্রথমেই রয়েছে লন্ডন ও দুবাই। মুম্বাইয়ের প্রচণ্ড গরম ভুলতে বেশির ভাগ সময়ই লন্ডনে যাওয়া হয় বলেই সেখানে একটি বাড়িও কিনেছেন ‘কিং খান’। এ ছাড়া শপিংয়ের জন্যও লন্ডনকে বেশ ভালো জায়গা মনে করেন শাহরুখ।
সালমান খান : ছুটির জন্য সালমান খানের প্রথম পছন্দই দুবাই। সময় পেলেই দুবাইয়ের ফ্লাইট ধরেন বলিউডের এই নায়ক। সৈকত, খাবার, কেনাকাটা মিলিয়ে দুবাইকেই সেরা মনে হয় ‘দাবাং’ তারকার।
প্রিয়াঙ্কা চোপড়া : হালে খুব একটা যাওয়া না হলেও প্রিয়াংকা থাইল্যান্ডের সৈকতগুলো পছন্দ করেন। একসময় নিয়মিতই তাঁকে পাওয়া যেত পাতায়ার সৈকতে। সমুদ্র, দ্বীপ আর সঙ্গে দারুণ খাবারের জন্যই থাইল্যান্ডকে পছন্দ অভিনেত্রীর। থাই সংস্কৃতিও খুব প্রিয়। এ ছাড়া ভারতের কাছে হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে হুট করে এখানে আসতে পারেন তিনি।
কঙ্গনা রানাওয়াত : ‘কুইন’-এর অনেকটা শুটিং হয়েছে প্যারিসে। সে জন্য অবশ্য নয়, অনেক আগে থেকেই ফ্রান্সের রাজধানী গ্রীষ্মকালীন ছুটি কাটানোর প্রিয় গন্তব্য কঙ্গনার। আগে র্যাম্প শো করতেও অনেকবারই সেখানে গেছেন। শিল্প-সাহিত্যের প্রাণকেন্দ্র হওয়ায় শহরটিকে বেশি পছন্দ অভিনেত্রীর।
পরিণীতি চোপড়া : প্রায় দুই বছর পর পরিণীতি চোপড়ার ছবি ‘মেরে পেয়ারি বিন্দু’ মুক্তি পেয়েছে। এই অবসরে ওজন কমানো ছাড়াও আর যা করেছেন সেটা হলো ঘুরে বেড়ানো। অভিনেত্রীর প্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। সমুদ্র, জঙ্গল, পার্ক, বন্য প্রাণী—সব মিলিয়ে পুরো দেশটাই দারুণ লাগে পরিণীতির। ভালো লাগার আরো একটা কারণ আবহাওয়া। মুম্বাইয়ের মতো অস্ট্রেলিয়াতেও খুব গরম পড়ে। মানিয়ে নিতে সময় লাগে না বলে দেশটা ভালো লাগে পরিণীতির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।