বিনোদন ডেস্ক: ৮০র দশকে বলিউডের (Bollywood) অন্যতম সেরা একজন নায়িকা ছিলেন পদ্মিনী কোলাপুরি (Padmini Kolhapure)। রাজ কাপুরের প্রোডাকশন হাউসের আওতায় তিনি অসংখ্য সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছিলেন। ঋষি কাপুর থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), তৎকালীন সময়ের তারকাদের সঙ্গে জমিয়ে রোমান্স করেছেন পর্দায়। কিন্তু আচমকাই যেন ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে গেলেন এই অভিনেত্রী।
পদ্মিনী কোলাপুরি খুব ছোট বয়স থেকে অভিনয় করছেন। তিনি শিশু শিল্পী হিসেবে একাধিক সিরিয়ালে অভিনয় করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল ‘সত্যম শিবম্ সুন্দরম’। বড় হয়ে নায়িকা হিসেবে তিনি অসংখ্য সিরিয়ালে অভিনয় করেন। এর মধ্যে ঋষি কাপুরের সঙ্গে ‘প্রেম রোগ’ ছিল অন্যতম। এই ছবিতে এক বিধবা মেয়ে মনোরমার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
পদ্মিনী ছিলেন একজন জাত অভিনেত্রী। মাত্র ৭ বছর বয়স থেকেই তিনি তার অভিনয়ের ক্ষমতার প্রদর্শন করছিলেন বড় পর্দায়। তাকে যখন যেমন চরিত্র দেওয়া হয়েছে, তিনি সাবলীল অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে পর্দাতে ফুটিয়ে তুলেছেন। কমেডি হোক বা ট্রাজেডি, সব ধরনের চরিত্রে অভিনয় করতেন তিনি।
কিন্তু বলিউড নায়িকারা বিয়ের পর সেভাবে আর ইন্ডাস্ট্রিতে থাকতে পারেন না। পদ্মিনীর ক্ষেত্রেও অন্যথা হয়নি। অভিনয় করতে করতে তিনি প্রযোজক প্রদীপ শর্মার প্রেমে পড়েন। তারা লুকিয়ে বিয়েও করেছিলেন। শুটিং শট থেকে পালিয়ে তাদের বিয়ে করতে সাহায্য করেছিলেন মিঠুন চক্রবর্তী।
পদ্মিনী একটি রিয়েলিটি শো এর মঞ্চে হাজির হয়ে বলেন বিয়েতে তাকে সাহায্য করার জন্য মিঠুন শুটিং সেটে এমন পেটে ব্যথার নাটক শুরু করেন যে তিনি লুকিয়ে প্রদীপ শর্মার সঙ্গে বিয়ে সেরে আসতে পেরেছিলেন। তবে বিয়ের খবরটা দীর্ঘদিন পর্যন্ত লুকিয়েই রেখেছিলেন তিনি। শেষমেষ অভিনয় ছেড়ে সংসারের দিকে মন দেন তিনি।
আজ পদ্মিনীর বয়স ৫৭ বছর। এখন অভিনয় থেকে শত হস্ত দূরে থাকেন তিনি। তাকে এখন কেবল কিছু কিছু রিয়েলিটি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায়। মাঝে এতগুলো বছর পেরিয়ে গিয়েছে। সময়ের নিয়মে তার চেহারাতে বয়সের ছাপ পড়েছে ঠিকই কিন্তু এই বয়সেও তার গ্ল্যামার মুগ্ধ করে। অনেকেই হয়ত জানেন না সম্পর্কে তিনি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের মাসি হন।
চিত্রনায়িকা রোজিনার নির্মিত দশ গম্বুজ মসজিদ, মুসল্লিদের উচ্ছ্বাস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।