মুম্বইয়ের ছবি শিকারিরা ওত পেতে বসে থাকেন নোরাকে ফ্রেমবন্দি করতে। কিন্তু নোরার শরীরের একটি বিশেষ অংশে জুম ইন করে তাঁকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হয়, তাঁকে অবজেক্টিফাই করা হয়। সেই কদর্য মানসিকতাকে তুলোধনা করলেন নোরা। এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দেন নোরা।
নোরা বলেন, ‘আমার মনে হয় তারা এর আগে কখনো এমন নিতম্ব দেখেনি। মিডিয়া শুধু আমার সঙ্গে নয়, অন্য অভিনেত্রীদের সঙ্গেও এমনটা করে। হতে পারে তারা তাদের নিতম্বে জুম করে না কারণ আমার মতো তাঁদের শরীরের পিছনের অংশ ওতোটা উত্তেজক নয়।
কিন্তু অপ্রয়োজনীয়ভাবে তাদের শরীরের অন্যান্য অংশগুলিতে জুম করা হয়। মাঝে মাঝে আমার মনে হয়, জুম ইন করার কিছু নেই, তাহলে তারা (পাপারাৎজিরা) কিসের দিকে মনোনিবেশ করছে?’
নোরা আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলি ট্রেন্ড করে। তারা শুধু সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমের গেম খেলছে। আমি একটি শরীর দিয়ে আশীর্বাদ পেয়েছি এবং আমার সম্পদ নিয়ে আমি গর্বিত। আমি এতে লজ্জিত নই… জুম ইন করার পিছনে তাদের উদ্দেশ্য ভুল হতে পারে তবে এটি একটি পৃথক কথোপকথন। আমি প্রত্যেককে ধরতে পারি না এবং তাদের উপযুক্ত শিক্ষা দিতে পারি না। তবে আমি এখনও আমার ইচ্ছেমতো পথে ঘুরে বেড়াই এবং আমি আমার শরীর নিয়ে খুব আত্মবিশ্বাসী’।
নোরাকে সম্প্রতি মাদগাঁও এক্সপ্রেস ছবিতে দেখা গেছে, যা অভিনেতা কুনাল খেমুর পরিচালনায় প্রথম ছবি চিহ্নিত করেছিল। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যেন্দু, প্রতীক গান্ধী এবং অবিনাশ তিওয়ারি।
অভিনেত্রীর থেকে নৃত্যশিল্পী হিসাবেই বেশি পরিচিত নোরা। অভিনয়ে ততটাও পোক্ত নন, তবে নাচে বিশেষ দক্ষতার সুবাদে বলিপাড়ায় পাকা জায়গা তৈরি করে নিয়েছেন নোরা। বিভিন্ন রিয়ালিটি শোতে প্রায়ই বিচারক কিংবা বিশেষ অতিথি হিসাবে দেখা যায় নোরাকে। সম্প্রতি ডিজনি প্লাস হট স্টারের ‘ডান্স প্লাস প্রো’র মঞ্চে নিতম্বে জল ঢেলে নেচে বিতর্কে জড়িয়েছিলেন।
তাঁর ডান্স অনেক সময়ই অশ্লীল তকমা পায় নেটপাড়ার কাছে। তবে সেই নিয়ে ভাবিত নন নোরা। বরং পাপারাৎজিদের নিতম্বে জুম করাটাই তাঁর গলার কাঁটা হয়ে বিঁধছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel